ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে টসে হেরে প্রথমে ব্যাটিং ভারতের

Published : Jan 21, 2026, 06:45 PM ISTUpdated : Jan 21, 2026, 07:09 PM IST
suryakumar yadav

সংক্ষিপ্ত

India vs New Zealand: বুধবার নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ওডিআই সিরিজে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রথম দল হিসেবে পরপর ২ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

India vs New Zealand T20 Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। নাগপুরে (Nagpur) বছরের এই সময় রাতের দিকে ও ভোরবেলা শিশির পড়ে। ফলে রাতের ম্যাচে যে দল প্রথমে ফিল্ডিং করে, তাদের সুবিধা হতে পারে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, তাঁরা টসে জিতলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। কিন্তু টসে হেরে যাওয়ায় এখন প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করাই তাঁদের লক্ষ্য। সূর্যকুমার আরও জানিয়েছেন, এই ম্যাচে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), হর্ষিত রানা (Harshit Rana), রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) খেলছেন না।

ভারতীয় দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- সঞ্জু স্যামসন (Sanju Samson) (উইকেটকিপার), অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষান (Ishan Kishan), সূর্যকুমার, রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নিউজিল্যান্ডের হয়ে খেলছেন- টিম রবিনসন (Tim Robinson), ডেভন কনওয়ে (Devon Conway) (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), গ্লেন ফিলিপস (Glenn Phillips), মার্ক চাপম্যান (Mark Chapman), ড্যারিল মিচেল (Daryl Mitchell), স্যান্টনার, ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke), কাইল জেমিয়েসন (Kyle Jamieson), ইশ সোধি (Ish Sodhi) ও জ্যাকব ডাফি (Jacob Duffy)।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার টি-২০ সিরিজে জয়ের লক্ষ্যে সূর্যকুমাররা। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে এটাই শেষ সিরিজ। ফলে দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ জিতে সিরিজের শুরুটা ভালোভাবে করাই আপাতত ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত।
টি-২০ সিরিজের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। বুধবার শুরু হল এই সিরিজ।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা