ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০: বড় ভূমিকা নেবে শিশির? জেনে নিন নাগপুরের আবহাওয়ার পূর্বাভাস

Published : Jan 21, 2026, 04:06 PM IST
IND vs NZ T20i Streaming

সংক্ষিপ্ত

India vs New Zealand: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হেরে গিয়েছে ভারতীয় দল। বুধবার শুরু হচ্ছে টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

DID YOU KNOW ?
দেশের মাটিতে হার ভারতের
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর ওডিআই সিরিজেও হেরে গিয়েছে ভারতীয় দল।

India vs New Zealand T20 Series: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে ভারতীয় দল পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। তার মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে বুধবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ যেমন বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ, তেমনই সদ্য ওডিআই সিরিজ হেরে যাওয়ার ফলে ধাক্কা খাওয়া আত্মবিশ্বাস ফেরানোরও লড়াই। ভারতের ওডিআই ও টি-২০ দল অবশ্য কিছুটা আলাদা। যে ক্রিকেটাররা টি-২০ দলে আছেন, তাঁদের অনেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেননি। ফলে তাঁদের উপর ওডিআই সিরিজ হারের বোঝা নেই। তাঁরা খোলামনেই খেলতে নামবেন। বুধবারের ম্যাচ হতে চলেছে নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium)। এই ম্যাচ জিতে সিরিজ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে শুরু করাই ভারতীয় দলের লক্ষ্য।

নাগপুরের আবহাওয়া কেমন?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার নাগপুরে বৃষ্টি হবে না। তবে আকাশ আংশিক মেঘে ঢাকা থাকতে পারে। সন্ধেবেলা তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিনের ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। রাতের দিকে শিশির পড়তে পারে। ফলে যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারে।

পিচ কেমন আচরণ করতে পারে?

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ লাল মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ম্যাচের শুরুতে পেসাররা পিচ থেকে থেকে বাউন্স ও গতি আদায় করে নিতে পারেন। ফলে পাওয়ার প্লে-তে ব্যাটারদের উপর কিছুটা চাপ থাকতে পারে। পরে স্পিনাররাও পিচ থেকে সাহায্য পেতে পারেন। ফলে এই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করবে, তারা খুব বেশি রান না-ও করতে পারে। নাগপুরে টি-২০ ম্যাচে সাধারণত ১৬০ থেকে ১৮০ রান হয়। বুধবার সেরকমই স্কোর হতে পারে। ভারতীয় দল যদি পরে ব্যাটিং করে, তাহলে রান তাড়া করে জয় পাওয়া খুব একটা সহজ হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপের আগে ৫টি ম্যাচ খেলবে ভারতীয় দল।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত? নজর আইসিসি-র বৈঠকে
IPL 2026: ভোটের গেড়োয় আটকে আইপিএল-এর সূচি, ফ্র্যাঞ্চাইজিদের ডেডলাইন বেঁধে দিল বিসিসিআই