2026 ICC Men's T20 World Cup: ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে যোগ দিতে ভারতে আসার কথা বাংলাদেশ (Bangladesh) দলের। কিন্তু বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়েছে, তাতে তাদের ভারতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
KNOW
Bangladesh Cricket Team: বাংলাদেশ কি টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে নাম প্রত্যাহার করে নেবে? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এখনও দাবি করে চলেছেন, ভারতে দল না পাঠানোর বিষয়ে তাঁদের অবস্থান বদলায়নি। ক্রিকেট মহলে শোনা যাচ্ছে, বাংলাদেশ যদি টি-২০ বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে তাদের বদলে স্কটল্যান্ডকে (Scotland) সুযোগ দেওয়া হবে। যদিও এ বিষয়ে আইসিসি-র (ICC) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাও সে কথা মানতে নারাজ। কিন্তু আইসিসি সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, বাংলাদেশের দাবি অনুযায়ী ভারত থেকে তাদের ম্যাচ সরানো হচ্ছে না। ফলে টি-২০ বিশ্বকাপে খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। না হলে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হবে। এছাড়া কোনও সম্ভাবনা নেই।
বুধবারই সময়সীমা শেষ
আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দল ভারতে খেলতে আসবে কি না, সে বিষয়ে বুধবারের মধ্যে জানাতে হবে। তারপরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ যদি এই টুর্নামেন্ট থেকে সরে যায়, তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পাবে। কারণ, যে দলগুলি টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের মধ্যে স্কটিশদের র্যাঙ্কিং সবচেয়ে ভালো। তাদের যদি এই টুর্নামেন্টে খেলতে হয়, তাহলে অন্তত ১৫ দিনের প্রস্তুতি দরকার। সেই কারণেই বুধবারের মধ্যে সিদ্ধান্ত নিতে চাইছে আইসিসি।
আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও সমাধান সূত্র মেলেনি
কয়েকদিন আগেই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে যোগ দেওয়া নিয়ে জটিলতা দূর করতে ঢাকায় (Dhaka) প্রতিনিধি পাঠিয়েছিল আইসিসি। কিন্তু সেই বৈঠকের পরেও বাংলাদেশ সরকারের অবস্থান বদলায়নি। ফলে মঙ্গলবারের মধ্যে নাটকীয় পট পরিবর্তন না হলে টি-২০ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে না বাংলাদেশ দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


