ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি-২০: টিম সিফার্টের ঝোড়ো অর্ধশতরান, ভারতের টার্গেট ২১৬

Published : Jan 28, 2026, 08:50 PM ISTUpdated : Jan 28, 2026, 09:32 PM IST
Tim Seifert

সংক্ষিপ্ত

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে গেল ভারতীয় দল। দলের বোলিং বিভাগ নিয়ে চিন্তা রয়েই গেল।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল।

India vs New Zealand T20: বিশাখাপত্তনমে (Visakhapatnam) নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে কি ভুল করলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)? না কি সিরিজ পকেটে পুরে ফেলার পর নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করার জন্য পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে ভারতীয় দল? উত্তর হয়তো পরে পাওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে চাপে ভারতীয় দল। কারণ, প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল নিউজিল্যান্ড। তারা সাত উইকেট হারিয়ে ২১৫ রান করেছে। ফলে ভারতীয় দলের টার্গেট ২১৬। এই ম্যাচে কিউয়িদের সেরা ব্যাটার নিঃসন্দেহে ওপেনার টিম সিফার্ট (Tim Seifert)। তিনি ৩৬ বল খেলে ৬২ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার ডেভন কনওয়েও (Devon Conway) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৩ বল খেলে ৪৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ড্যারিল মিচেলও (Daryl Mitchell) বিস্ফোরক ব্যাটিং করেন। তিনি ১৮ বল খেলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। গ্লেন ফিলিপস (Glenn Phillips) ১৬ বল খেলে ২৪ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন।

ভারতীয় বোলিংয়ের করুণ দশা

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হর্ষিত রানা (Harshit Rana) ও রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi)। হর্ষিত চার ওভার বোলিং করে ৫৪ রান দেন। বিষ্ণোই চার ওভার বোলিং করে ৪৯ রান দিয়ে এক উইকেট নেন। জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) ভালো বোলিং করতে পারেননি। তিনি চার ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে এক উইকেট নেন। শুরুতে বেশি রান দিলেও, পরে নিয়ন্ত্রিত বোলিং করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এই পেসার চার ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) চার ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে জোড়া উইকেট নেন।

ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা

চলতি সিরিজের প্রথম তিন ম্যাচেই ভারতের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তবে চতুর্থ ম্যাচে তাঁদের বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে আর মাত্র একটিই ম্যাচ খেলবে ভারতীয় দল। ফলে সিরিজের নিরিখে নিয়মরক্ষার ম্যাচ হলেও, যথেষ্ট গুরুত্ব রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপের আগে আর একটিই ম্যাচ খেলবে ভারতীয় দল।
টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে আর একটিই ম্যাচ খেলবে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'পাকিস্তান খেলবে কি না ঠিক করুক, আমরা তৈরি,' ব্যঙ্গ আইসল্যান্ড ক্রিকেটের
ভারত-নিউজিল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচ: টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারত