India vs New Zealand: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রস্তুতির জন্য এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। ইতিমধ্যেই এই সিরিজ দখল করেছে ভারত। তবে এই সিরিজে এখনও দুই ম্যাচ বাকি।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্টের আগে ভারতীয় দল আর ২ ম্যাচ খেলবে।

Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে চমকপ্রদ ফর্মে ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) চলতি টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ব্যাটার। তাঁকে কোনওভাবেই থামাতে পারছেন না কিউয়ি বোলাররা। ইনিংসের শুরুতে অভিষেক যে ঝড় তুলছেন, তাতেই পরপর তিন ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারতীয় দল। এই সিরিজে আরও দুই ম্যাচ বাকি। সেই দুই ম্যাচেও অভিষেককে থামাতে পারবেন কি না, সে বিষয়ে আত্মবিশ্বাসী নন নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম (Jacob Oram)। সিরিজ খোয়ানোর পর তিনি স্বীকার করেছেন, ভারতের এই ওপেনারের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁদের দলের বোলাররা। ওরাম আরও জানিয়েছেন, তাঁরা টি-২০ বিশ্বকাপের আগে ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন।

'কোনও পরিকল্পনাই খাটছে না'

সাংবাদিক বৈঠকে ওরাম বলেছেন, ‘নিউজিল্যান্ডের বোলাররা কেন অভিষেক শর্মাকে থামাতে পারছে না, এই প্রশ্নের জবাব সহজ। ওকে থামানো খুব কঠিন। ওর স্ট্রাইক রেটের দিকে দেখুন। প্রথমত, ওর ব্যাটিংয়ে কোনও সত্যিকারের দুর্বলতা আছে কি না, তা চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, ওর বিরুদ্ধে পরিকল্পনা কার্যকর করতে হবে। ব্যাটিং হোক বা বোলিং, পরিকল্পনা কার্যকর করাই ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজ।’

আতঙ্ক তৈরি করেছেন অভিষেক

চলতি টি-২০ সিরিজে প্রথম তিন ম্যাচ খেলে ১৫২ রান করেছেন অভিষেক। তাঁর ব্যাটিংয়ের গড় ৭৬ এবং স্ট্রাইক রেট ২৭১.৪২। এই সিরিজের প্রথম ম্যাচে এই তরুণ ওপেনার ৩৫ বল খেলে ৮৪ রান করেন। সেই ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। এরপর দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেলেও, তৃতীয় টি-২০ ম্যাচে ২০ বল খেলে ৬৮ রান করে অপরাজিত থাকেন অভিষেক। তাঁর এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। বুধবার এই সিরিজের চতুর্থ ম্যাচ। সেই ম্যাচেও ঝড় তুলতে তৈরি অভিষেক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।