'আর আর আর' খ্যাত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেটাররা

বুধবার হায়দরাবাদে ভারত-নিউজিল্যান্ডের সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। তার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল সূর্যকুমার যাদব, ঈশান কিষানদের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে হায়দরাবাদে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। বুধবার প্রথম ওডিআই ম্যাচ। তার আগে 'আর আর আর' খ্যাত জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় শুবমান গিল, সূর্যকুমার যাদবদের সঙ্গে জুনিয়র এনটিআর-এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুবমান, সূর্যকুমার ছাড়াও যুজবেন্দ্র চাহাল, ঈশান কিষান, শার্দুলের সঙ্গে এই চলচ্চিত্র তারকার ছবি দেখা যাচ্ছে। ক্রিকেট ও চলচ্চিত্রপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন। কয়েকজন ক্রিকেটারও সোশ্যাল মিডিয়ায় জুনিয়র এনটিআর-এর সঙ্গে ছবি শেয়ার করেছেন। ক্রিকেটাররা যেমন জনপ্রিয়, তেমনই প্রবল জনপ্রিয় জুনিয়র এনটিআর। তাঁর অভিনীত ছবি 'আর আর আর' দেশে-বিদেশে জনপ্রিয় হয়েছে। একাধিক পুরস্কারও পেয়েছে এই ছবি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন জুনিয়র এনটিআর। 'নাটু নাটু' গানটি বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পেয়েছে। এস এস রাজমৌলী পরিচালিত ছবিটি বেস্ট ফরেন ল্যাঙ্গোয়েজ ফিল্ম পুরস্কারও পেয়েছে।

 

Latest Videos

 

বাংলাদেশ সফরে ওডিআই সিরিজ ১-২ ফলে হেরে যায় ভারত। তবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ভারতীয় দলের পক্ষে খারাপ খবর, কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারবেন না মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে এসেছেন রজত পতিদার। তবে তিনি খেলার সুযোগ পাবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্ভবত খেলার সুযোগ পাবেন না রজত। মিডল অর্ডারে সূর্যকুমার, ঈশান, হার্দিক পান্ডিয়া ব্যাটিং করবেন। বোলিং বিভাগে নেই অক্ষর প্যাটেল। তিনি ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে অব্যাহতি নিয়েছেন। অক্ষর না থাকায় খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব ও চাহাল।

 

 

ম্যাচের আগের দিন ভারতের অধিনায়ক রোহিত বলেছেন, ‘ঈশান মিডল অর্ডারে ব্যাটিং করবে। বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করার পর এখানেও খেলার সুযোগ পাবে ঈশান।’

 

 

রোহিত আরও বলেছেন, ‘এই সিরিজে আমাদের লক্ষ্য খুব সহজ। আমরা দল হিসেবে উন্নতি করে যেতে চাই। আমাদের প্রতিপক্ষ অসাধারণ দল। আমাদের সামনে কঠিন লড়াই। আমরা দল হিসেবে যে লক্ষ্যপূরণ করতে চাই সেটাই করে দেখাতে হবে। নিউজিল্যান্ড খুব ভালো দল। পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পর আমাদের বিরুদ্ধে খেলতে আসছে নিউজিল্যান্ড। ফলে ওরা নিশ্চয়ই খুব ভালো ক্রিকেট খেলছে।’

 

 

আরও পড়ুন-

মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন

১৯ বছর পর ভারতে টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়া, আশাবাদী অ্যাডাম গিলক্রিস্ট

কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today