সেক্সটিং বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট বাবর আজমের, কী লিখলেন পাকিস্তানের অধিনায়ক?

মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এরই মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে বিতর্ক থামছে না। পাকিস্তানের জাতীয় দলের এক সতীর্থর বান্ধবীর সঙ্গে যৌনতা সম্পর্কিত কথোপকথন নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাবর। তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন এই ক্রিকেটার। সেই ছবির সঙ্গে বাবর লিখেছেন, 'খুশি হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার হয় না।' এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকেই বাবরের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের দাবি, যতই বিতর্ক তৈরি হোক না কেন, বাবর নিজের মেজাজেই আছেন। তিনি বিতর্ককে পাত্তা দিচ্ছেন না। নিজের মতো করেই আছেন এই ক্রিকেটার। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, জাতীয় দলে বাবরের জায়গা নড়বড়ে হয়ে গিয়েছে। তাঁকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন পিসিবি কর্তারা। তবে পিসিবি-র পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। বাবরকে জাতীয় দলে আর রাখা হবে কি না, সে বিষয়েও কিছু জানায়নি পিসিবি।

 

Latest Videos

 

সোশ্যাল মিডিয়ায় বাবরের যে ছবি, কথোপকথনের অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়েছে, সেসবের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই দাবি করছেন, এই ছবি ও অডিও রেকর্ডিং জাল। অন্য কারও ছবিতে বাবরের মুখ বসানো হয়েছে এবং তাঁর কন্ঠস্বর জাল করা হয়েছে। তবে অনেকেই আবার দাবি করছেন, বাবরের ভাইরাল ছবি আসল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিও রেকর্ডিংও আসল বলেই দাবি অনেকের।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবরকে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাঁর নেতৃত্বে সম্প্রতি টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স খুব খারাপ। বিতর্কের মধ্যেই এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে। 

পাকিস্তান দলের প্রাক্তন প্রধান কোচ মিসবা-উল-হক বলেছেন, ‘আমার রক্তে ক্রিকেট। আমি সবসময় ক্রিকেট ম্যাচ দেখি এবং ক্রিকেট সংক্রান্ত খবর পড়ি। সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি, পাকিস্তান ক্রিকেট দলে বাবর আজমের জায়গা দুর্বল হয়ে গিয়েছে।’

এর আগেও বিতর্কে জড়িয়েছেন বাবর। ২০২০ সালে এক মহিলা দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন বাবর। কিন্তু এরপর যখন তিনি বিয়ের কথা বলেন, তখন বিয়ে করতে অস্বীকার করেন বাবর। পরে অবশ্য ওই মহিলা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেন। 

আরও পড়ুন-

মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন

১৯ বছর পর ভারতে টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়া, আশাবাদী অ্যাডাম গিলক্রিস্ট

কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি