সংক্ষিপ্ত

৯ ফেব্রুয়ারি শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে।

দেশের মাটিতে ভারতীয় দল বরাবরই। গত ৩ দশকে দেশের মাটিতে খুব কম টেস্ট সিরিজই হেরেছে ভারতীয় দল। তার মধ্যে একটি হল ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। তারপর অবশ্য আর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার প্যাট কামিন্সের দল রোহিত শর্মা, বিরাট কোহলিদের হারিয়ে দিতে পারবেন বলে আশাবাদী ২০০৪ সালের সিরিজ জয়ী দলের অন্যতম তারকা অ্যাডাম গিলক্রিস্ট। এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘আমার আশা, এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারবে অস্ট্রেলিয়া। আমার স্থির বিশ্বাস, প্যাট কামিন্সরা এই সিরিজ জিততে পারবে। ওদের দল খুব ভালো। ২০০৪ সালে আমাদের দল ঠিক যেরকম ছিল এবারের দলও প্রায় একইরকম। ভারত সফরে যে দলই যায় সেই দলে নতুন স্পিনারকে নেওয়া হয়। কিন্তু ভারতের মাটিতে কোনও নতুন স্পিনারের মানিয়ে নেওয়া মোটেই সহজ নয়। এবার অস্ট্রেলিয়া দল সেরকম কিছু করছে না।’

কামিন্সদের উদ্দেশ্যে গিলক্রিস্টের পরামর্শ, ‘তোমাদের সেরা ৪ বোলারকে বেছে নাও। ওদের নিয়েই খেলতে নামো। যদি ৩ সিমার রিভার্স স্যুইং করাতে পারে, তাহলে তাদের দলে নাও। ওদের সঙ্গে নাথান লিয়নকে দলে নাও। ও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ও আমাদের দলের সেরা অফস্পিনার। ও ভারত সফরে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে। আমার মন বলছে, ওকে দলে রাখলে সাফল্য পেতে পারে অস্ট্রেলিয়া।’

২০০৪ সালের সেই সিরিজ জয়ের কথা স্মরণ করে গিলক্রিস্ট বলেছেন, ‘আমরা সেই সময় মানসিকতা বদল করার চেষ্টা করেছিলাম। এবার যদি অস্ট্রেলিয়ানরা একই কাজ করার চেষ্টা করে, তাহলে আমার ভালো লাগবে। আমার মত হল, নতুন কিছু করার চেষ্টা করার দরকার নেই। শুধু স্পিনারদের খেলতে দাও। প্রথম বল থেকেই স্টাম্পে আক্রমণ করতে হবে। আক্রমণাত্মক হওয়ার জন্য রক্ষণাত্মক হতে হবে। শুরুতে স্লিপে একজনকে রাখতে হবে। মিড উইকেটে একজনকে ক্যাচিং পজিশনে রাখতে হবে। বাউন্ডারিতে ফিল্ডারদের রাখতে হবে। ভারতীয় ব্য়াটাররা যাতে বাউন্ডারি না পায়, সেটা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শর্ট কভার বা শর্ট মিড-উইকেটে ক্যাচ নেওয়ার জন্য ফিল্ডার রাখতে হবে। ধৈর্য ধরতে হবে।’ 

৯ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে নাগপুরে। ভারত সফরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া। সরাসরি টেস্ট ম্যাচ খেলতে নামবেন কামিন্সরা।

আরও পড়ুন-

কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন

ভারতীয় ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিস্ফোরক দাবি রবিন উথাপ্পা