শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ জয়ের পর এবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বুধবার শুরু সিরিজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার সুযোগ পেতে পারেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তবে তিনি ওপেনার হিসেবে খেলার সুযোগ না-ও পেতে পারেন। ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করার সুযোগ দেওয়া হতে পারে ঈশানকে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে দ্রুততম দ্বিশতরান করেন এই ব্যাটার। তবে তারপরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠের বাইরে বসে থাকতে হয় ঈশানকে। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের আগে জানান, খেলার সুযোগ পাওয়ার জন্য ঈশান, সূর্যকুমার যাদবকে ধৈর্য ধরতে হবে। তৃতীয় ওডিআই ম্যাচে সূর্যকুমার খেলার সুযোগ পেলেও, ঈশানকে মাঠের বাইরেই থাকতে হয়। ভারতের ব্যাটিং কোচ জানান, ঈশানকে ওপেনার হিসেবেই দলে নেওয়া হয়েছে। তবে প্রয়োজনে তাঁকে মিডল অর্ডারেও ব্যাটিং করতে পাঠানো হতে পারে। কিউয়িদের বিরুদ্ধে সেটাই হতে চলেছে।
ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, টিম সাউদির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে না থাকলেও, টম ল্যাথাম, ফিন অ্যালেনের মতো ক্রিকেটাররা আছেন। ফলে কিউয়িদের হাল্কাভাবে নেওয়ার কোনও কারণ নেই। দেশের মাটিতে এই সিরিজ জেতার জন্য তৈরি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন শুবমান গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। ফলে আপাতত ওপেনার হিসেবে তাঁকেই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে ভারতীয় দলে নেই কে এল রাহুল। বিয়ের জন্য তিনি ছুটি চেয়ে নিয়েছেন। রাহুল দলে না থাকাতেই মিডল অর্ডারে সুযোগ পেতে চলেছেন ঈশান। তিনিই উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে আছেন কে এস ভরত। তবে তিনি খেলার সুযোগ পাবেন না বলেই জানা গিয়েছে। ঈশান এর আগে ওডিআই ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন। ফলে তাঁর সমস্যা হবে না বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলের বোলিং বিভাগের ভরসা মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমরান মালিক, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক।
কোমরের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে অনিশ্চিত শ্রেয়াস আইয়ার। তিনি যদি খেলতে না পারেন, তাহলে তাঁর বদলে খেলার সুযোগ পেতে পারেন সূর্যকুমার। ওডিআই ফর্ম্যাটে জাতীয় দলে নিজের জায়গা পাকা করার সুযোগ পেতে পারেন সূর্যকুমার।
আরও পড়ুন-
মকর সংক্রান্তিতে চমক, নিজে তিলের নাড়ু বানালেন সচিন
ভারতীয় ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিস্ফোরক দাবি রবিন উথাপ্পা
সুস্থ হয়ে উঠছি, সাহায্যের জন্য সবার কাছে কৃতজ্ঞ, সোশ্যাল মিডিয়া পোস্ট ঋষভ পন্থের