অতীতে হয়েছে, এবারও দেশের মাটিতে টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৩০০-এর বেশি রান তুলে জয় পাবে ভারত?
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর পুণেতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভালো জায়গায় নেই রোহিত শর্মারা। হারের আশঙ্কা বাড়ছে।
পুণে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করে দেন ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যর্থতায় মাত্র ১৫৬ রানেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে।
পুণে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯৮। ভারতের চেয়ে ৩০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করে জয় পাবে ভারত?
বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতের ব্যাটাররা। এবারও সেই আশাই করছে দল।
১৬ বছর আগে দ্বিতীয় ইনিংসে ৩৮৭ রান তুলে জয় এসেছিল, ইতিহাস ফেরাতে পারবেন বিরাটরা?
২০০৮ সালে চেন্নাই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছিল ভারতীয় দল। দেশের মাটিতে এই একবারই দ্বিতীয় ইনিংসে এত বেশি রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে ভারত।
১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারের লজ্জা এড়াতে পারবেন রোহিতরা?
২০১২ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। ১২ বছর পর রোহিত শর্মার নেতৃত্বে সেই লজ্জার সামনে ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে হলে রোহিত শর্মা, বিরাট কোহলিকে ভালো ব্যাটিং করতে হবে
পুণে টেস্টে জয় পেতে হলে ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে
গত তিন বছরে টেস্ট ক্রিকেটে বেশিরভাগ ইনিংসেই স্পিনারদের বলে আউট হয়ে গিয়েছেন বিরাট কোহলি। স্পিনারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে চর্চা শুরু হয়েছে।