'ঘরের মাঠ'-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ, ভালো পিচের আশায় হার্দিক

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত।

আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়েই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার আবির্ভাব। বলিউড বা টলিউডের ছবিতে অ্যাংরি ইয়াং ম্যান নায়ক যেভাবে 'ধামাকাদার এন্ট্রি' নেন, ঠিক সেভাবেই অধিনায়ক হার্দিককে পাওয়া গিয়েছে। নেতা হার্দিক যেন অন্য কেউ। প্রথমবার দায়িত্ব পেয়েই তিনি দলকে আইপিএল জিতিয়েছেন। ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। আমেদাবাদ থেকে অধিনায়কত্বের শুরু আর সেখানেই বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে অধিনায়ক হিসেবে খেলতে নামছেন হার্দিক। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এখন ভারতের অধিনায়কের ঘরের মাঠ। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতকে টি-২০ সিরিজ জেতানোই হার্দিকের লক্ষ্য। এই সিরিজের প্রথম ২ ম্যাচেই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হার্দিক। লখনউয়ের মাঠের কিউরেটরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হার্দিক-সহ ভারতীয় দলের সবারই আশা, শেষ ম্যাচে অন্তত পিচ নিয়ে সমস্যায় পড়তে হবে না। ভালো খেলেই ম্যাচ ও সিরিজ জিততে চায় ভারত।

বুধবারের ম্যাচের পর বেশ কিছুদিন টি-২০ ম্যাচ খেলবে না ভারত। ফলে রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, আর্শদীপ সিংয়ের মতো তরুণদের কাছে এটাই আপাতত নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ। শুবমান গিল ও ঈশান কিষান এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এই দুই তরুণও আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবেন। হার্দিক ও সূর্যকুমার যাদব মিডল অর্ডারের ভরসা। তাঁরা লখনউয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জিতিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন। সিরিজের শেষ ম্যাচেও জ্বলে উঠতে চাইবেন এই দুই তারকা।

Latest Videos

বুধবারের ম্যাচেও ভারতের বোলিং বিভাগের ভরসা মূলত স্পিনাররা। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স ওয়াশিংটন সুন্দরের। শেষ ম্যাচেও কিউয়ি ব্যাটিং লাইনআপে ধস নামানোর জন্য ওয়াশির দিকেই তাকিয়ে থাকবেন সতীর্থরা। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালও আছেন। লখনউয়ে ভালো বোলিং করেন দীপক হুডা। আমেদাবাদেও তাঁকে ব্যবহার করতে পারেন হার্দিক। পেসার হিসেবে এই ম্যাচেও হার্দিকের সঙ্গে থাকতে পারেন আর্শদীপ। তিনি যাতে অত্যধিক নো-বল না করেন, সেটা নিশ্চিত করতে চাইছেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।

ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ উড়িয়ে দেয় ভারত। কিন্তু টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হেরে যায় ভারত। ফলে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে জয় পাওয়া ছাড়া আর কোনও উপায় নেই ভারতের। হার্দিকরা এই ম্যাচ জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। 

আরও পড়ুন-

৪ বছর বয়সে বাবার মৃত্যু, মায়ের বেতন সাড়ে ৫ হাজার টাকা, এক কামরার ঘর থেকে বিশ্বজয় সোনিয়ার

চুঁচুড়ার রাজেন্দ্র স্মৃতি সঙ্ঘ থেকে ভারতীয় দল, স্বপ্নের উত্থান তিতাসের

অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বাঙালি কন্যার সাফল্যে খুশির জোয়ার পরিবারে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari