Asia Cup 2025 Final: এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) দুর্দান্ত লড়াই দেখা গেল। ফাইনাল ম্যাচ ঠিক যেমন হবে বলে আশা করা হয়, তেমনই হল। ক্রিকেটপ্রেমীরা এই লড়াই উপভোগ করলেন।
KNOW
India vs Pakistan: এশিয়া কাপ ফাইনালে (Asia Cup 2025 Final) পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এই নিয়ে নবমবার ক্রিকেটে এশিয়ার সেরা হল ভারতীয় দল। এবারই প্রথম এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। এই টুর্নামেন্টে তিনবার ভারত-পাকিস্তান লড়াই হয়েছে। তিনবারই জয় পেল ভারত। রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে শেষপর্যন্ত জয় এল। পাকিস্তানের পক্ষে ভারতের জয় আটকানো সম্ভব হল না। এশিয়া কাপে সফলতম দল ভারত অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিল।
ভারতের নায়ক তিলক ভার্মা
১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ভারতীয় দল। সেই অবস্থায় লড়াই শুরু করেন তিলক ভার্মা (Tilak Varma)। তিনি প্রথমে সঙ্গী হিসেবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) পান। তাঁরা দলের রান ৭৭ পর্যন্ত নিয়ে যান। ২১ বলে ২৪ রান করে আউট হয়ে যান সঞ্জু। এরপর তিলকের সঙ্গে ক্রিজে যোগ দেন শিবম দুবে (Shivam Dube)। এই জুটিই ভারতীয় দলের জয় নিশ্চিত করে দেয়। ২২ বলে ৩৩ রান করেন শিবম। তিলক ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। রিঙ্কু সিং (Rinku Singh) প্রথম বলেই বাউন্ডারি মেরে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন।
বোলিংয়ের নায়ক কুলদীপ যাদব
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
ভারতের পরিকল্পনা সফল
এদিন চোটের জন্য হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খেলতে না পারায় তাঁর পরিবর্তে রিঙ্কুকে খেলার সুযোগ দেওয়া হয়। অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। পাকিস্তানের ইনিংসের শুরুতে মনে হচ্ছিল বিশাল স্কোর হবে। সাহিবজাদা ফারহানকে (Sahibzada Farhan) আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন বরুণ। এই ধাক্কা আর সামাল দিতে পারেনি পাকিস্তান। রান তাড়া করতে নেমে ইনিংসের সপ্তম বলেই অভিষেক শর্মার (Abhishek Sharma) উইকেট হারায় ভারত। ৫ রান করেন ভারতের ওপেনার। অপর ওপেনার শুবমান গিলও (Shubman Gill) ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ১২ রান করেই আউট হয়ে যান। সূর্যকুমার ফের পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেন। তিনি ৫ বল খেলে ১ রান করেন। টপ অর্ডার ব্যর্থ হলেও, মিডল অর্ডারের লড়াইয়ে জয় পেল ভারত। অতিরিক্ত ব্যাটার দলে রাখার পরিকল্পনা সফল হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


