'বিরাট কোহলি হতাশ করেছে, ওর ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত,' সমালোচনায় প্রাক্তন সতীর্থ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত চার ইনিংস খেলেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস ছাড়া অন্য কোনও ইনিংসে বড় রান পাননি বিরাট। এই কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন।

Soumya Gangully | Published : Oct 28, 2024 4:40 PM
18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার জন্য বিরাট কোহলির তীব্র সমালোচনা দীনেশ কার্তিকের

বিরাট কোহলির সঙ্গে জাতীয় দল, আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। কিন্তু এবার সেই বিরাটেরই সমালোচনায় সরব হলেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। তিনি জানিয়েছেন, হতাশ করেছেন বিরাট।

28
বিরাট কোহলিকে এবার ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন দীনেশ কার্তিক

বিরাট কোহলি টেস্ট ম্যাচে স্পিনারদের বোলিং খেলতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই কারণে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিলেন দীনেশ কার্তিক।

38
পুণে টেস্টের পর বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন অনিল কুম্বলেও

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলেও পুণে টেস্ট ম্যাচের পর বলেছেন, টেস্ট মরসুম শুরু হওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেললে ভালো করতেন বিরাট কোহলি। এবার একই পরামর্শ দিলেন দীনেশ কার্তিক।

48
পুণে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন বিরাট কোহলি। দুই ইনিংসেই স্পিন বোলিং সামাল দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

58
নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের বোলিংয়ের সামনে অসহায় বিরাট কোহলি

পুণে টেস্ট ম্যাচের দুই ইনিংসেই মিচেল স্যান্টনারের বলে আউট হয়ে যান বিরাট কোহলি। তিনি স্পিন বোলিং ভালোভাবে খেলতে পারছেন না।

68
স্পিনারদের বোলিংয়ে বিরাট কোহলির ব্যর্থতার কথা উল্লেখ দীনেশ কার্তিকের

দীনেশ কার্তিক বলেছেন, ‘বিরাট কোহলির পক্ষে ব্যাটিং সহজ হচ্ছে না। ওর পক্ষে এই সিরিজ ভালো যাচ্ছে না। চার ইনিংসের মধ্যে তিন ইনিংসেই ও হতাশ করেছে। স্পিনাররা ওকে বিব্রত করে চলেছে। ওর ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে ফর্মে ফেরার জন্য যা করার দরকার সেটা করা উচিত।’

78
স্পিনারদের বোলিং সামাল দেওয়ার জন্য বিরাট কোহলির পরিকল্পনা কী? জানতে চাইছেন দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক বলেছেন, ‘সুপার স্টারডমে পৌঁছে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিরাট কোহলিকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ভারতীয় দল স্পিনারদের সহায়ক পিচে খেলতে পছন্দ করে। বিরাটের পরিকল্পনা কী?’

88
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ব্যর্থতা নিয়ে সরব দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক বলেছেন, ‘বিরাট কোহলি কী করতে পারে আমরা জানি। এই সিরিজ এরকম হোক আমরা চাইনি। অনুরাগীরা যা বলছে সেটা সত্যি। ও দীর্ঘদিন বড় রান পায়নি। আমরা এই বাস্তব থেকে পালিয়ে যেতে পারব না। আমরা মিষ্টি কথায় বাস্তব ভুলিয়ে দিতে চাই না। গত ২-৩ বছরে টেস্ট ক্রিকেটে স্পিনারদের বিরুদ্ধে বিরাটের রেকর্ড ভালো না।’

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos