'ভালো ব্যাটিং করতে পারিনি, হারের সম্পূর্ণ দায় নিচ্ছি,' বার্তা রোহিত শর্মার

Published : Nov 03, 2024, 03:06 PM ISTUpdated : Nov 03, 2024, 03:39 PM IST
Team India

সংক্ষিপ্ত

২৪ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে সব ম্যাচেই হেরে গেল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে আড়াই দিনেই হেরে গেল ভারতীয় দল। এই সিরিজের ফল নিউজিল্যান্ডের পক্ষে ৩-০। দেশের মাটিতে এই লজ্জাজনক হারের দায় নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘এই হার মেনে নেওয়া অত্যন্ত কঠিন। এই হার বলে দিচ্ছে, জীবনে কিছুই সহজ নয়। একদিন আমরা ভালো জায়গায় থাকি, অন্যদিন থাকি না। আমি কম বয়স থেকেই এটা শিখে নিয়েছি। এই কারণে আমি সবসময় এটা নিশ্চিত করার চেষ্টা করি যাতে কোনও ফলেই প্রভাবিত না হই। জীবনে সবসময় সাফল্য আসে না, ব্যর্থতাও আসে। আমার কেরিয়ারে এটা সবচেয়ে খারাপ সময়। দেশের মাটিতে তিন ম্যাচে হেরে গেলাম। আমি এই হারের দায় নিচ্ছি। অধিনায়ক এবং নেতা হিসেবে আমি দায় নিচ্ছি। এই সিরিজের শুরু থেকেই আমি দক্ষতার শীর্ষে ছিলাম না। আমি ভালো ব্যাটিং করতে পারিনি।’

অস্ট্রেলিয়া সফরের আগে লজ্জায় ভারত

কিছুদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। তার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছেন রোহিতরা। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হেরে গেল ভারতীয় দল। এই সিরিজে মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপসের বোলিং সামাল দিতে পারেননি রোহিত, বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও চাপে পড়ে গেল ভারতীয় দল।

পরিকল্পনায় ভুল হয়েছে, স্বীকার রোহিতের

নিজের ভুল স্বীকার করে রোহিত আরও বলেছেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা এই ধরনের পিচে খেলছি। এই সিরিজে আমরা এমন কিছু পরিকল্পনা করেছিলাম যা কাজে লাগেনি। আমি অধিনায়ক হিসেবে দলকে ভালোভাবে পরিচালনা করতে পারিনি। ভালো ব্যাটিংও করতে পারিনি। দল হিসেবেও আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের বিখ্যাত ক্যাচের স্মৃতি ফেরালেন, ওয়াংখেড়ের নায়ক অশ্বিন, ভাইরাল ভিডিও

অল্পের জন্য শতরান হারালেন, অস্ট্রেলিয়া সফরের আগে ভালো ফর্মে শুবমান গিল

'কেকেআর-এ থাকতে পারলে ভালো হত,' রিটেইনশনে সুযোগ না পেয়ে আক্ষেপ ভেঙ্কটেশ আইয়ারের

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা