৪ দশক পর দেশের মাটিতে টেস্ট সিরিজে ৩ ম্যাচেই হার, লজ্জার নজির রোহিতের

Published : Nov 03, 2024, 04:11 PM ISTUpdated : Nov 03, 2024, 05:04 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। কিন্তু এবার দেশের মাটিতেই লজ্জার মুখে পড়ল ভারতীয় দল।

১৯৮৩ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ টেস্ট ম্যাচের সিরিজে ০-৩ হেরে গিয়েছিল ভারতীয় দল। তারপর থেকে আর কোনওবার দেশের মাটিতে এরকম লজ্জার মুখে পড়তে হয়নি ভারতীয় দলকে। ২০০০ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই সিরিজে ২ ম্যাচই হয়েছিল। ৪১ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজে ৩ ম্যাচ হেরে গেল ভারতীয় দল। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জাজনক হারের সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিশ্বকাপজয়ী কপিল দেব নিখাঞ্জ। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক অপর এক বিশ্বকাপজয়ী রোহিত শর্মা। দেশের মাটিতে টানা ১৮ টেস্ট সিরিজ জেতার পর এবার হেরে গেল ভারতীয় দল।

১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার

২০১২ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছিল ভারতীয় দল। তারপর গত ১২ বছরে দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ছিল ভারতীয় দল। ধোনির পর ভারতের অধিনায়ক হন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে দেশের মাটিতে টেস্ট সিরিজে হারেনি ভারতীয় দল। রোহিতও ভারতের অধিনায়ক হওয়ার পর এতদিন টেস্ট সিরিজে অপরাজিত ছিলেন। কিন্তু এবার তিনি লজ্জাজনক নজির গড়লেন।

প্রথমবার দেশের মাটিতে ৩ ম্যাচের সিরিজের সব টেস্টেই হার

ভারতীয় দল এর আগে কখনও দেশের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজের সব ম্যাচেই হেরে যায়নি। এবারই প্রথম এই লজ্জাজনক নজির তৈরি হল। এর আগে ৫ বার ৫ বা তার বেশি টেস্ট ম্যাচের সিরিজে ৩ ম্যাচ হেরে গিয়েছে ভারতীয় দল। কিন্তু রোহিতের নেতৃত্বে লজ্জার নতুন রেকর্ড গড়ল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভালো ব্যাটিং করতে পারিনি, হারের সম্পূর্ণ দায় নিচ্ছি,' বার্তা রোহিত শর্মার

বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের বিখ্যাত ক্যাচের স্মৃতি ফেরালেন, ওয়াংখেড়ের নায়ক অশ্বিন, ভাইরাল ভিডিও

অল্পের জন্য শতরান হারালেন, অস্ট্রেলিয়া সফরের আগে ভালো ফর্মে শুবমান গিল

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে