বেঙ্গালুরু টেস্ট ম্যাচে হেরে যাওয়ার ফলে ভারতীয় দলের উপর চাপ তৈরি হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে সিরিজের বাকি দুই ম্যাচ জেতা জরুরি।
রবিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের দল ঘোষণা করা হল। দলে কোনও বদল করা হয়নি। শুধু অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেলেন ওয়াশিংটন সুন্দর। পুণেতে ভারতীয় দলে যোগ দেবেন তামিলনাড়ুর এই অলরাউন্ডার। বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। প্রথম ইনিংসে ৬ বলে খেলে ০ রানেই আউট হয়ে যান এই ব্যাটার। এরপর দ্বিতীয় ইনিংসে চাপের মুহূর্তে ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬ বল খেলে ১২ রান করে আউট হয়ে যান রাহুল। এই পারফরম্যান্সের পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। এরই মধ্যে ওয়াশিংটনের ভারতীয় দলে ডাক পাওয়া তাৎপর্যপূর্ণ। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনার হিসেবেও দলকে সাহায্য করতে পারেন ওয়াশিংটন। এই কারণেই তাঁকে দলে ডাকা হল।
দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ১৬ জনের ভারতীয় দল
দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর।
পুণেতে খেলার সুযোগ পাবেন ওয়াশিংটন
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে দুই ইনিংসেই ভালো ব্যাটিং করতে পারেননি অশ্বিন, জাডেজা। প্রথম ইনিংসে ৩ উইকেট করে নেন অশ্বিন ও কুলদীপ। অশ্বিন মাত্র এক উইকেট নেন। ফলে দ্বিতীয় টেস্টে অশ্বিন বা রাহুলের পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন ওয়াশিংটন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চেন্নাই সুপার কিংসের নেটে অনুশীলন করেই তৈরি হয়েছেন, জানালেন বেঙ্গালুরু টেস্টের সেরা রাচিন
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল?
দাগ কাটতে পারল না ভারতের বোলিং লাইনআপ, বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের