দাগ কাটতে পারল না ভারতের বোলিং লাইনআপ, বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের

Published : Oct 20, 2024, 12:37 PM ISTUpdated : Oct 20, 2024, 01:05 PM IST
Rachin Ravindra

সংক্ষিপ্ত

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার ফলেই হেরে গেল ভারতীয় দল। ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারলেন না বোলাররা।

২০ বছর আগে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের পুঁজি নিয়েই জয় পেয়েছিল ভারতীয় দল। এবার বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই পরিস্থিতিতে ফের ভারতীয় দল জয় পাবে বলে আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার আর জয় এল না। রবিবার পঞ্চম দিন সহজেই ৮ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। উইল ইয়াং (অপরাজিত ৪৮) ও রাচিন রবীন্দ্র (অপরাজিত ৩৯) নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন। ১৯৮৮ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। ৩৬ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হেরে গেলেও, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সরফরাজ খান, ঋষভ পন্থের লড়াই স্মরণীয় হয়ে থাকবে।

শুরুর ধাক্কা সামাল দিয়ে জয় নিউজিল্যান্ডের

শনিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ বল হওয়ার পর আলো কমে যাওয়ার জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। রবিবার দিনের দ্বিতীয় বলেই নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে (০) আউট করে দেন জসপ্রীত বুমরা। সেই সময় ভারতীয় শিবির আশায় ছিল, ২০০৪ সালে ওয়াংখেড়ের মতো এবার চিন্নাস্বামীতে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেবে ভারতীয় দল। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে নেন ডেভন কনওয়ে (১৭) ও ইয়াং। নিউজিল্যান্ডের ৩৫ রানের মাথায় কনওয়েকে ফিরিয়ে দেন বুমরা। কিন্তু এরপর আর উইকেট নিতে পারলেন না ভারতের বোলাররা।

ম্যাচের সেরা রাচিন

বেঙ্গালুরুতে পরিবারের সদস্যদের সামনে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রাচিন। প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার। রাচিনের দুর্দান্ত ব্যাটিংয়েই নিউজিল্যান্ডের জয়ের পথ প্রশস্ত হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টি-২০ ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু ভারতের

বেঙ্গালুরু টেস্টে ৯৯ রানে আউট, সৌরভ-ধোনির সঙ্গে একই সারিতে ঋষভ পন্থ

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হবে! পিসিবি-র প্রস্তাবে হতবাক ক্রিকেট মহল

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?