অল্পের জন্য শতরান হারালেন, অস্ট্রেলিয়া সফরের আগে ভালো ফর্মে শুবমান গিল

Published : Nov 02, 2024, 04:53 PM IST

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার শুবমান গিল গত কয়েক বছরে সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের অন্যতম ভরসা শুবমান।

PREV
18
অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে ৩ নম্বরে ব্যাটিং করতে তৈরি শুবমান গিল

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে যে কোনও দলের ৩ নম্বর ব্যাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের হয়ে এই ভূমিকা পালন করতে চলেছেন শুবমান গিল।

28
অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ব্যাটিং শুবমান গিলের

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ১৪৬ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেললেন শুবমান গিল। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, শুবমানের এই ইনিংস প্রশংসিত হচ্ছে।

38
শনিবার চলতি বছরে টেস্ট ক্রিকেটে ৮০০ রান পূর্ণ করে ফেললেন শুবমান গিল

চলতি বছরে টেস্ট ক্রিকেটে ৮০০ রান পূর্ণ করে ফেললেন শুবমান গিল। অস্ট্রেলিয়া সফরে এই ফর্ম ধরে রাখাই শুবমানের লক্ষ্য।

48
শুক্রবার ক্রিজে যাওয়ার পর শনিবার ভারতের ইনিংসের শেষ দিক পর্যন্ত ক্রিজে থাকলেন শুবমান গিল

শুক্রবার ভারতের প্রথম ইনিংসের সপ্তম ওভারেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্রিজে যান শুবমান গিল। তিনি দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার পর আউট হলেন।

58
যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত লড়াই শুবমান গিলের

ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালের সঙ্গে জুটি বেঁধে প্রথমে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন শুবমান গিল। এরপর তিনি ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ৯৬ রান যোগ করেন।

68
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে প্রথমবার বড় ইনিংস শুবমান গিলের

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন শুবমান গিল। তারপর শনিবারই প্রথম গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। এদিন টেস্ট ক্রিকেটে সপ্তম অর্ধশতরান করলেন এই তারকা ব্যাটার।

78
নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের বলে আউট হয়ে শতরান হারালেন শুবমান গিল

দীর্ঘক্ষণ ধরে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের বোলিং সামাল দেওয়ার চেষ্টা করছিলেন শুবমান গিল। কিন্তু তিনি সেই আজাজের বলেই স্লিপে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে শতরান হারালেন।

88
চলতি বছরে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেট শুবমান গিলের ব্যাটিংয়ের গড় ৫৩.৬৬

চলতি বছরে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন শুবমান গিল। তিনি ৫৩.৬৬ গড়ে ৮০৫ রান করেছেন।

click me!

Recommended Stories