
IND vs PAK Asia Cup 2025: এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রবিবার, ভারত-পাকিস্তান মহারণ। রাজনৈতিক বিতর্কের মধ্যেই দুই দল মুখোমুখি হচ্ছে এদিন। যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে টি-২০ ম্যাচটি। সন্ধ্যা ৭:৩০ মিনিটে টস। এশিয়া কাপের এই ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন আপনারা, তা জেনে নিন।
এশিয়া কাপ ক্রিকেটের সবকটি ম্যাচ ভারতে সম্প্রচার করছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। তাছাড়া সোনি লিভ এবং ফ্যানকোডেও দেখা যাবে লাইভ স্ট্রিমিং। দূরদর্শন ও জিও টিভিতেও বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচটি সোনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখতে পারবেন। সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ১ এইচডি, সোনি স্পোর্টস টেন ৫, সোনি স্পোর্টস টেন ৫ এইচডিতে লাইভ সম্প্রচার হবে ম্যাচটি।
আমেরিকা-কানাডায় উইলো টিভি, ইংল্যান্ড-আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস ১ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ইয়াপ টিভির সম্প্রচার স্বত্ব রয়েছে।
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, হর্ষিত রানা।
পাকিস্তান: সলমন আগা (অধিনায়ক), মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফকর জামান, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, হুসাইন তালাত, হাসান আলী, শোয়েব শা, হ্যারিস রাউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সলমন মির্জা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে টি-২০ ম্যাচটি। সন্ধ্যা ৭:৩০ মিনিটে টস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।