India Vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে? পিসিবি চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা

এক দশকেরও বেশি সময় ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরকারের অনুমতি ছাড়া সিরিজ সম্ভব নয়।

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আশার কথা শোনালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ। তিনি জানিয়েছেন, ‘বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি নিয়মিত ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু এই সিরিজ শুরু করার জন্য ভারত সরকারের অনুমতি দরকার বিসিসিআই-এর। আমরা আশা করছি এ বছর ভারতে নির্বাচনের পর ভালো খবর পাওয়া যাবে।’ পিসিবি চেয়ারম্যানের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিসিসিআই যদি সত্যিই ভারত-পাকিস্তান সিরিজ শুরু করতে রাজি থাকে, তাহলে দীর্ঘদিন পর উত্তেজক লড়াই দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। সবাই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর অপেক্ষায়।

ভারত-পাকিস্তান সিরিজের অনুমতি দেবে কেন্দ্রীয় সরকার?

Latest Videos

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে পিসিবি চেয়ারম্যানের বক্তব্যের জবাব দেয়নি বিসিসিআই। কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘বিসিসিআই অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদ, সীমান্তের ওপার থেকে হামলা ও অনুপ্রবেশ বন্ধ না করবে, ততদিন দ্বিপাক্ষিক ম্যাচ খেলবে না ভারত।’ এখন কেন্দ্রীয় সরকারের মনোভাব বদলাবে কি না বলা কঠিন। কারণ, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী। ফলে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা কম। কারণ, দেশের বেশিরভাগ মানুষের মনোভাব পাকিস্তানের বিপক্ষে।

টি-২০ বিশ্বকাপে ফের ভারত-পাক লড়াই

টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দল জয় পাবে বলে আশায় সারা দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪৬ রানে হার, পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত

Vamika Birthday: মেয়ের তৃতীয় জন্মদিন পালনের জন্যই মোহালিতে খেললেন না বিরাট?

Rohit Sharma: রান আউট হওয়ার পর মাঠেই তীব্র ক্ষোভপ্রকাশ, ম্যাচ জিতে শান্ত রোহিত শর্মা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি