এ বছর ৫ বার রোহিত শর্মা-বাবর আজমদের লড়াই দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা

এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপেই মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি-শাহিন শাহ আফ্রিদিরা। 

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর ক্রিকেট মাঠে ৫ বার ভারত-পাকিস্তানের লড়াই দেখা যেতে পারে। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই হতে পারে। সূচি অবশ্য এখনও ঠিক হয়নি। তাছাড়া এশিয়া কাপ আদৌ হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। তবে যদি এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই খেলে, তাহলে ক্রিকেটপ্রেমীরা উত্তেজক লড়াই দেখার সুযোগ পেতে পারেন। এবারের এশিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকলে পরস্পরের মোকাবিলা করবে। তারপর সুপার ফোর পর্যায়েও প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ফলে এশিয়া কাপে দ্বিতীয়বার ভারত-পাক লড়াই হবে। এরপর ভারত ও পাকিস্তান যদি এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে ফের দু'দল মুখোমুখি হবে।

ওডিআই হোক বা টি-২০, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই সবচেয়ে বড় আকর্ষণ। ফলে আইসিসি এই দুই দলকে একই গ্রুপে রাখছে। এবারের ওডিআই বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে বিসিসিআই ও আইসিসি সূত্রে খবর, ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। পিসিবি অবশ্য আমেদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে বিসিসিআই সেই আপত্তিতে কর্ণপাত করছে না। ভারত ও পাকিস্তান যদি ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে গ্রুপ পর্যায়ের পর ফের এই দুই দলের লড়াই হবে।

Latest Videos

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানে দল পাঠানো হবে না। প্রথমে হুমকি দিলেও, পরে সুর নরম করে 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে দিয়ে বাকি ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজন করার প্রস্তাব দিয়েছে পিসিবি। যদিও আবার শোনা যাচ্ছে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে দুবাইয়ে হতে পারে। এ বিষয়ে আলোচনা চলছে। পিসিবি অবশ্য দুবাইয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয়। ফলে এশিয়া কাপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পিসিবি অবশ্য ওডিআই বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়েছে। ফলে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে জটিলতা নেই।

২০১২-১৩ মরসুমে শেষবার ভারত-পাকিস্তানের ওডিআই সিরিজ হয়েছিল। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। দু'দল ২টি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলে। টি-২০ সিরিজ ১-১ ড্র হয়। তবে ২-১ ফলে ওডিআই সিরিজ জিতে নেয় পাকিস্তান।

আরও পড়ুন-

IPL 2023: ইডেনেই ইতিহাস গড়ার অপেক্ষায় যুজবেন্দ্র চাহাল, উইকেট পেলেই আইপিএল-এ নতুন রেকর্ড

2023 Cricket World Cup: ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপ

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia