এ বছর ৫ বার রোহিত শর্মা-বাবর আজমদের লড়াই দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা

Published : May 11, 2023, 04:11 PM IST
Asia Cup 2022 India vs Pakistan Aaqib Javed said Babar Azam s team does not have any all rounder like hardik pandya spb

সংক্ষিপ্ত

এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপেই মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি-শাহিন শাহ আফ্রিদিরা। 

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর ক্রিকেট মাঠে ৫ বার ভারত-পাকিস্তানের লড়াই দেখা যেতে পারে। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই হতে পারে। সূচি অবশ্য এখনও ঠিক হয়নি। তাছাড়া এশিয়া কাপ আদৌ হবে কি না, সেটা নিয়েই সংশয় রয়েছে। তবে যদি এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলই খেলে, তাহলে ক্রিকেটপ্রেমীরা উত্তেজক লড়াই দেখার সুযোগ পেতে পারেন। এবারের এশিয়া কাপ হবে ওডিআই ফর্ম্যাটে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকলে পরস্পরের মোকাবিলা করবে। তারপর সুপার ফোর পর্যায়েও প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ফলে এশিয়া কাপে দ্বিতীয়বার ভারত-পাক লড়াই হবে। এরপর ভারত ও পাকিস্তান যদি এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে ফের দু'দল মুখোমুখি হবে।

ওডিআই হোক বা টি-২০, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই সবচেয়ে বড় আকর্ষণ। ফলে আইসিসি এই দুই দলকে একই গ্রুপে রাখছে। এবারের ওডিআই বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে বিসিসিআই ও আইসিসি সূত্রে খবর, ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। পিসিবি অবশ্য আমেদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে বিসিসিআই সেই আপত্তিতে কর্ণপাত করছে না। ভারত ও পাকিস্তান যদি ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে গ্রুপ পর্যায়ের পর ফের এই দুই দলের লড়াই হবে।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানে দল পাঠানো হবে না। প্রথমে হুমকি দিলেও, পরে সুর নরম করে 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব দিয়েছে পিসিবি। ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কেন্দ্রে দিয়ে বাকি ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজন করার প্রস্তাব দিয়েছে পিসিবি। যদিও আবার শোনা যাচ্ছে, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে গিয়ে দুবাইয়ে হতে পারে। এ বিষয়ে আলোচনা চলছে। পিসিবি অবশ্য দুবাইয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয়। ফলে এশিয়া কাপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পিসিবি অবশ্য ওডিআই বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়েছে। ফলে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে জটিলতা নেই।

২০১২-১৩ মরসুমে শেষবার ভারত-পাকিস্তানের ওডিআই সিরিজ হয়েছিল। সেবার ভারত সফরে এসেছিল পাকিস্তান। দু'দল ২টি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলে। টি-২০ সিরিজ ১-১ ড্র হয়। তবে ২-১ ফলে ওডিআই সিরিজ জিতে নেয় পাকিস্তান।

আরও পড়ুন-

IPL 2023: ইডেনেই ইতিহাস গড়ার অপেক্ষায় যুজবেন্দ্র চাহাল, উইকেট পেলেই আইপিএল-এ নতুন রেকর্ড

2023 Cricket World Cup: ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপ

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা