IPL 2023: দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, জানালেন সিএসকে অধিনায়ক ধোনি

Published : May 11, 2023, 12:15 AM IST
 Ripal Patel

সংক্ষিপ্ত

বুধবার চিপকে সহজেই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনির দল।

আইপিএল-এর ইতিহাসে সফলতম ক্রিকেটারদের অন্যতম মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে তিনি ৪ বার আইপিএল জিতেছেন। এবারের আইপিএল-এও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও দলকে জেতাতে বড় অবদান রাখলেন ধোনি। ম্যাচের পর নিজের পারফরম্যান্স সম্পর্কে সিএসকে অধিনায়ক বললেন, ‘আমার যেটা কাজ, ঠিক সেটাই করার চেষ্টা করছি। আমার ঠিক এটাই করার কথা। আমি দলের সবাইকে বলেছি, আমাকে যেন খুব বেশি ছুটতে না হয়। আমার এই পরিকল্পনা কাজে লাগছে। আমার ঠিক এটাই করার কথা। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’

ধোনি আরও বলেছেন, ‘আমরা জানি না এই পিচে কত রান করলে জয় পাওয়া সহজ হবে। সেই কারণে আমি চাইছিলাম আমাদের দলের বোলাররা সব বলে উইকেট নেওয়ার চেষ্টা করার বদলে সেরা বোলিং করার চেষ্টা করুক। সব বলে উইকেট নেওয়ার চেষ্টা করলেই বোলিং খারাপ হয়ে যায়। আমার মনে হয়েছিল ১৬৬ থেকে ১৭০ ভালো স্কোর। তবে আমাদের ব্যাটিং বিভাগ আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে। মইন (আলি) ও জাড্ডুর (রবীন্দ্র জাদেজা) ব্যাটিং করার সুযোগ পাওয়া ভালো দিক। আমরা টুর্নামেন্টের শেষদিকে পৌঁছে গিয়েছি। তাই দলের সবারই তৈরি থাকা ভালো। আমাদের ব্যাটিং যাতে সন্তোষজনক হয় সেই চেষ্টা করতে হবে। মিচ (মিচেল মার্শ) দলে থাকলে আমার ভালো লাগত। ও এমন একজন বোলার যে পাটা উইকেটেও নতুন বলে ভালো বোলিং করতে পারে। রুতুরাজ গায়কোয়াড় সত্যিই ভালো ব্যাটিং করছে। ও এমন একজন ব্যাটার যে রান করতে শুরু করলে তারপর আর বিশেষ চেষ্টা করতে হয় না।’

ম্যাচের সেরা জাদেজা বলেছেন, ‘একজন স্পিনার হিসেবে বল ঘুরলে এবং উইকেটে থমকে গেলে সবসময় ভালো লাগে। আমরা এই মাঠে অনুশীলন করি। ফলে এই পিচে কোন লেংথ ও গতিতে বোলিং করলে ভালো ফল পাওয়া যায়, সেটা আমরা জানি। এই পিচের সঙ্গে মানিয়ে নিতে সফরকারী দলের কিছুটা সময় লাগে। আমরা ঘরের মাঠের পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিচ্ছি। দলের সবাই নিজেদের কাজ করছে। আমাদের দলের সবাই নিজেদের কাজ ঠিকমতো করছি। আমি ব্যাটিং অর্ডারে উপরের দিকে গেলেই মাহি ভাইয়ের নামে দর্শকদের চিৎকার শুনি। আমি কখন আউট হয়ে যাব, সেই অপেক্ষায় থাকেন দর্শকরা। তবে দল যতক্ষণ জিতছে আমি খুশি।’

আরও পড়ুন-

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের দিকে আরও এগোল সিএসকে

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

IPL 2023: লড়াই সবসময় নিজের সঙ্গে, নাম না করে নবীন-উল-হককে জবাব বিরাট কোহলির

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?