India vs Pakistan U-19 Asia Cup Final: জঘন্য বোলিং এবং ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা ভারতের! পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে পরাজয়

Published : Dec 21, 2025, 05:11 PM ISTUpdated : Dec 21, 2025, 05:20 PM IST
India vs Pakistan U-19 Asia Cup Final

সংক্ষিপ্ত

India vs Pakistan U-19 Asia Cup Final: নূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান। আর সেইম্যাচেই লজ্জার পরাজয় ভারতের।

India vs Pakistan U-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে রবিবার, দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (india vs pakistan u19 final)। আর সেইম্যাচেই লজ্জার পরাজয় ভারতের। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া (india vs pakistan asia cup 2025)। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়

কিন্তু একেবারেই আশানুরূপ বোলিং করতে পারেনি তারা। বরং, দাপটের সঙ্গে ব্যাটিং করে পাকিস্তান। ফলে, টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে গেল। শুধু তাই নয়, বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হল ভারত। 

এদিন ব্যাট করতে নেমে, শুরু থেকেই চালাতে শুরু করেন পাক ব্যাটাররা। ওপেনার হামজা জাহুর মাত্র ১৮ রানে ফিরে গেলেও, সমীর মিনহাস ১৭২ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেট খেলেন পাকিস্তানের এই ব্যাটার। 

সেইসঙ্গে, উসমান খান করেন ৩৫ রান, আহমেদ হুসেইনের সংগ্রহে ৫৬ রান, অধিনায়ক ফারহান ইউসাফের ঝুলিতে ১৯ রান এবং মহম্মদ শায়ান ৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। হুজাইফা আহসান অবশ্য খালি হাতেই প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, আবদুল সুবহান করেন ২ রান, নিকাব শফিক  ১২ এবং মহম্মদ সায়াম ১৩ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে পাকিস্তান। 

জঘন্য বোলিং এবং ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা

ভারতের হয়ে ৩টি উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন। ২টি করে উইকেট পান হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেল। এছাড়া ১টি উইকেট কনিষ্ক চৌহানের দখলে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ২৬ রান করে আউট হয়ে যান। অধিনায়ক আয়ুষ মাত্রের ঝুলিতে মাত্র ২ রান। অ্যারন জর্জের সংগ্রহে ১৬ রান, ভিহান মালহোত্রা করেন ৭ রান এবং বেদান্ত ত্রিবেদীর ঝুলিতে ৯ রান। 

পাশাপাশি অভিজ্ঞান কুণ্ডু করেন মাত্র ১৩ রান, কনিষ্ক চৌহান ৯,  খিলান প্যাটেল ১৯ এবং হেনিল প্যাটেল ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দীপেশ দেবেন্দ্রন কিছুটা লড়াই করেন। তবে তা যথেষ্ট ছিল না। দীপেশের সংগ্রহে ৩৬ রান এবং কিষাণ কুমার সিং করেন ৩ রান। ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৬ রানে। 

পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আলি রাজা। অপরদিকে, ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সায়াম, আবদুল সুবহান এবং হুজাইফা আহসান। ভারতের পরাজয় ১৯১ রানে। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, ভিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষাণ কুমার সিং

পাকিস্তানঃ হামজা জাহুর (উইকেটকিপার-ব্যাটার), সমীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেইন, ফারহান ইউসাফ (অধিনায়ক), হুজাইফা আহসান, নিকাব শফিক, মহম্মদ শায়ান, আলি রাজা, আবদুল সুবহান, মহম্মদ সায়াম

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: ভারতের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, কে এই সমীর মিনহাস?
WTC Points Table: অ্যাশেজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত রয়েছে ষষ্ঠ স্থানে