T-20 Cricket World Cup 2024: ভারত পাক ম্যাচের আগে কি পিচের চরিত্র বদলে যাচ্ছে?

নিউ ইয়র্কের (New York) নাসাউ স্টেডিয়ামে রবিবার, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। আর এই ম্যাচ ঘিরে উত্তেজনা একেবারে তুঙ্গে।

নিউ ইয়র্কের (New York) নাসাউ স্টেডিয়ামে রবিবার, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। আর এই ম্যাচ ঘিরে উত্তেজনা একেবারে তুঙ্গে।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে বেশ ভালো ক্রিকেটই উপহার দেন কোহলিরা। আর রবিবার, সামনে পাকিস্তান। আজ ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। আর এই ম্যাচের আগে বারবার আলোচনায় নিউ ইয়র্কের (New York) পিচ। যে ভাবে ব্যাটসম্যানরা এই পিচে সমস্যায় পড়ছেন, তাতে পিচ নিয়ে ক্রমশই যেন বিতর্ক বেড়ে চলেছে।

Latest Videos

গতকালই যুদ্ধকালীন তৎপরতায় পিচ মেরামতির কাজ শুরু হয়। প্রসঙ্গত, অসমান বাউন্স দেখা যাচ্ছে এই পিচে। কোনও বল উঠে যাচ্ছে বুকের উচ্চতায়, তো কোনও বল আবার খুব নিচু হয়ে যাচ্ছে। পিচে যে গন্ডগোল রয়েছে, তা কার্যত মেনে নিয়েছেন আয়োজকরাও। আর তাই বাকি ম্যাচের কথা ভেবে পিচ মেরামতির কাজও শুরু করে দেন তারা।

মূলত, ফাটলের কারণেই অসমান বাউন্স তৈরি হচ্ছিল বলে মনে করছেন তারা। এমনকি, পিচের ওপর রোলারও চালানো হয়েছে। ফলে, পিচ আগের থেকে অনেক বেশি পাটা হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু রবিবার, ভারত বনাম পাক ম্যাচের আগে পিচের চরিত্র ঠিক কিরকম রয়েছে?

এখনও পর্যন্ত কোনো দলই এই পিচে ১০০ রানের বেশি তুলতে পারেনি। পেস বোলার এবং স্পিনাররা উভয়েই এখানে সুবিধা পেতে পারেন। তবে যদি মেরামতির পর পিচ কিছুটা পাটা হয়ে যায়, তাহলে বাড়তি সুবিধা পেতে পারেন ব্যাটসম্যানরা।

অন্যদিকে, এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতার মঞ্চে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত বনাম পাকিস্তান। যার মধ্যে ৬ বারই জয় পেয়েছে ভারত। এখন দেখার বিষয় এটাই যে, আজকের ম্যাচে ফলাফল কি দাঁড়ায়?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি