India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর

Published : Dec 12, 2025, 03:09 AM IST
India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর

সংক্ষিপ্ত

India vs South Africa 2nd T20: টি-টোয়েন্টি ক্রিকেটে আর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেট শিকারি। আর্শদীপের নামের পাশে ১০৭টি উইকেট রয়েছে এবং বুমরা গত ম্যাচেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। 

India vs South Africa 2nd T20: নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার, চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (india vs south africa 2nd t20)।  সেই ম্যাচে, টিম ইন্ডিয়া ৫১ রানে পরাজিত হয়েছে। সবথেকে বড় বিষয় হল যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় পেসাররা একেবারেই সুবিধা করতে পারেননি (india south africa t20) ।

একটি উইকেটও নিতে পারেননি

তবে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন আর্শদীপ সিং। চার ওভার বল করে ৫৪ রান দেন তিনি। ওদিকে যশপ্রীত বুমরা চার ওভারে মোট ৪৫ রান দেন। দুজন মিলে আট ওভারে ৯৯ রান দিলেও, একটি উইকেটও নিতে পারেননি। 

যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে আর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেট শিকারি। আর্শদীপের নামের পাশে ১০৭টি উইকেট রয়েছে এবং বুমরা গত ম্যাচেই ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সেই দুই বোলারকেই রীতিমতো তুলোধোনা করলেন। 

নিজের প্রথম দুই ওভারে, আর্শদীপ ২০ রান দেন। অপরদিকে, বুমরা দেন ১৭ রান। কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম যখন আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন, তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১ ওভারে, অধিনায়ক সূর্যকুমার যাদব ফের আর্শদীপকে বল করতে ডাকেন। 

পরপর দুটি ওয়াইড বল

সেই ওভারের প্রথম বলেই ডি কক আর্শদীপকে ছয় মারেন। কিন্তু এরপর থেকে টানা ওয়াইড বল করে আর্শদীপ কার্যত, লজ্জায় পড়ে যান। ১১ ওভারের দ্বিতীয় বল করতে এসে আর্শদীপ প্রথমে পরপর দুটি ওয়াইড বল করেন।

 

এরপর একটি ডট বল করলেও, তারপর টানা চারটি ওয়াইড বল করেন। পরে আরও তিনটি বল করার পর, আর্শদীপ ঐ একই ওভারে আবার একটি ওয়াইড করলে, ডাগআউটে বসে থাকা হেডকোচ গৌতম গম্ভীর রীতিমতো রেগে যান এবং সেটি তাঁর প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল। 

আর্শদীপের ওভারে ১৮ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা ১১তম ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। এদিনের ম্যাচে, আর্শদীপ মোট ৯টি ওয়াইড বল করেন। একটি বাই, পাঁচটি লেগ বাই এবং ১৬টি ওয়াইড সহ ভারত অতিরিক্ত মোট মোট ২২ রান দেয় প্রোটিয়াদের।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের