
Shubman Gill: প্রথম ম্যাচে দুই বল খেলে চার রান। দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই আউট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) চলতি টি-২০ সিরিজে এখনও পর্যন্ত এটাই শুবমান গিলের (Shubman Gill) পারফরম্যান্স। বেশ কিছুদিন ধরেই টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না এই তারকা ব্যাটার। কিন্তু তারপরেও তাঁকে এই ফর্ম্যাটে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে ভারতীয় দলের টপ অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) মতো ব্যাটারকে সুযোগ না দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) তীব্র সমালোচনা করছেন।
বৃহস্পতিবার ভারতের ইনিংসের পঞ্চম বলেই আউট হয়ে যান শুবমান। তিনি লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) বলে প্রথম স্লিপে রিজা হেনড্রিকসকে (Reeza Hendricks) ক্যাচ দিয়ে ফিরে যান। প্রতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আসা এনগিডির সিমিং লেংথ বল সামাল দিতে পারেননি শুবমান। বল তাঁর শরীর থেকে কিছুটা দূরে ছিল। সোজা ব্যাটে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেন এই তারকা ব্যাটার। কিন্তু তাঁর সেই চেষ্টা ব্যর্থ হল। এখন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুবমান। তিনি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের সহ-অধিনায়ক। ফলে তাঁর দলে থাকা নিশ্চিত। কিন্তু বারবার ব্যর্থ হয়ে দলের ভারসাম্য নষ্ট করছেন তিনি।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যর্থ হয়েছেন। তিনি চার বল খেলে পাঁচ রান করে আউট হয়ে যান। গত কয়েক বছর ধরে টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার ছিলেন সূর্যকুমার। কিন্তু তিনি সম্প্রতি বারবার ব্যর্থ হচ্ছেন। গত ২৩ ইনিংসে তিনি ১৩.৩৫ গড়ে ২২৭ রান করতে পেরেছেন। এই ২৩ ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ৪৭। এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) এই স্কোর করেন তিনি। তারপর থেকেই ব্যর্থ হয়ে চলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।