India vs South Africa 3rd T20: চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিলক দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত, দুটি ম্যাচ খেলে তিনি ৮৮ রান করেছেন।
ভারতীয় ব্যাটার তথা তরুণ তারকা তিলক ভার্মা টি-২০ ক্রিকেটের এক অন্যতম নির্ভরযোগ্য মুখ। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে রান তাড়া করার নিরিখে তাঁর গড় বিরাট কোহলির ঠিক পরেই আছে। সেই তালিকায় ন্যূনতম ৫০০ রান করা ক্রিকেটাররাই শুধু আছেন।
24
১৫টি ইনিংসে গড় ৬৪.৭৫
টেস্ট খেলিয়ে দেশের মধ্যে টি-টোয়েন্টিতে রান তাড়া করার নিরিখে সর্বোচ্চ গড় বিরাট কোহলির (৬৭.১০)। অন্যদিকে, ২৩ বছর বয়সী তিলক ১৫টি ইনিংসে গড় রেখেছেন ৬৪.৭৫ এবং মোট রান ৫১৮।
34
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ব্যাটিং
চলতি ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিলক দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত, দুটি ম্যাচ খেলে তিনি ৮৮ রান করেছেন। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৬২ রান করেন। সামগ্রিকভাবে, ৩৮টি টি-টোয়েন্টিতে তাঁর মোট রান ১০৮৪।
তিন নম্বরে তাঁর পারফরম্যান্স সেরা। যেখানে তিনি ৫৫.৩৭ গড়ে ৪৪৩ রান করেছেন। চার নম্বরেও তিলকের গড় ৫৪.৪৪। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন তিলক ভার্মা।