India vs South Africa 3rd T20: এইডেন মার্করাম এবং ট্রিস্টান স্টাবস যখন দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করছেন, তখনই অধিনায়ক সূর্যকুমার যাদব বল করতে ডাকেন হার্দিক পান্ডিয়াকে। 

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে, ভারত ৭ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে। যার ফলে, চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া (ind vs sa t20)। আর সেইদিনই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে, এক অনন্য কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (india vs south africa t20 2025)। 

১০০০ রান এবং ১০০ উইকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০০০ রান এবং ১০০ উইকেট নেওয়া প্রথম পেসার-অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন হার্দিক। এই ম্যাচে, মোট তিন ওভার বল করেন হার্দিক। মোট ২৩ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

View post on Instagram

এইডেন মার্করাম এবং ট্রিস্টান স্টাবস যখন দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করার চেষ্টা করছেন, তখনই অধিনায়ক সূর্যকুমার যাদব বল করতে ডাকেন হার্দিক পান্ডিয়াকে। নিজের প্রথম ওভারের শেষ বলেই স্টাবসকে আউট করে পান্ডিয়া সেই পার্টনারশিপ ভেঙে দেন। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে পান্ডিয়ার ১০০ তম উইকেট ছিল। সেইসঙ্গে, আর্শদীপ সিং-এর ঝুলিতে ১০৭টি উইকেট এবং যশপ্রীত বুমরার সংগ্রহে ১০১টি উইকেট। তারপরেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি উইকেট পূর্ণ করা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া।

বিশ্বরেকর্ড পান্ডিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিকের আগে আরও চারজন ক্রিকেটার ১০০টি উইকেট এবং ১০০০ রান পূর্ণ করেছেন। কিন্তু তারা সবাই স্পিনার। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান, আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবী, জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক সিকান্দার রাজা এবং মালয়েশিয়ার ক্রিকেটার বীরনদীপ সিং এই কৃতিত্ব অর্জন করেছিলেন আগে। আর এবার সেই তালিকায় নাম লেখালেন হার্দিক। তবে তিনি পেসার-অলরাউন্ডার হিসেবে। 

গত ২৬ সেপ্টেম্বর, এশিয়া কাপে খেলার সময় চোট পেয়ে দল থেকে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। এরপর তিন মাসের বিরতির পর, ফের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরে আসেন। আর সেই প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই ২৮ বলে ৫৯ রান করে পান্ডিয়া ব্যাট হাতেও ভারতের জয়ের নায়ক ছিলেন। এবার গড়ে ফেললেন বিশ্বরেকর্ডও। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।