
নির্বাসন কাটিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত ৯ বার সফরে গিয়েছে ভারতীয় দল। একাধিকবার ওডিআই সিরিজ জিতলেও, এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রোহিতের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে অতীতের হতাশা কাটিয়ে উঠতে মরিয়া রোহিত। প্রায় পূর্ণশক্তির দল নিয়েই মঙ্গলবার বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিতরা।
৩১ বছরের অপেক্ষা
গত ৩ দশকে ভারতীয় ক্রিকেট দল অনেক বদলে গিয়েছে। ন'য়ের দশকে পেস বোলিং সামাল দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের দুর্বলতা বারবার বোঝা যেত। অ্যালান ডোনাল্ড, ফ্যানি ডিভিলিয়ার্স, শন পোলকদের বোলিং সামাল দিতে গিয়ে সমস্যায় পড়তেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিনরা। সেই সময় ভারতীয় দলের পেস বোলিং আক্রমণও শক্তিশালী ছিল না। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। রোহিত, বিরাট, কে এল রাহুলরা ভালোভাবেই পেস বোলিং সামাল দেন। জসপ্রীত বুমরা এখন বিশ্বের অন্যতম সেরা পেসার। মহম্মদ সিরাজও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
সুপারস্পোর্ট পার্কের পিচ নিয়ে চিন্তা
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের পিচে সাধারণত অসমান বাউন্স দেখা যায়। এই মাঠের পিচ থেকে সাহায্য পান পেসাররা। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। ফলে ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। রোহিত পুল ও হুক শট খেলতে ভালোবাসেন। সেঞ্চুরিয়নের পিচে এই ধরনের শট খেলতে হলে রোহিতকে সতর্ক থাকতে হবে। বিরাটকে অফ স্টাম্পের বাইরের বল খেলার সময় সতর্ক থাকতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
KL Rahul: টেস্টে প্রথমবার কিপিংয়ের দায়িত্বে, সফল হবেন রাহুল, আশাবাদী দ্রাবিড়
India Vs South Africa: ওডিআই বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা, মত দ্রাবিড়ের
Virat Kohli: দেখুন ভিডিও, ফের দলে যোগ দিয়ে নেটে অনুশীলন, সেঞ্চুরিয়নে খেলতে তৈরি বিরাট