Rohit Sharma: 'ভারতের পিচ নিয়ে অভিযোগ না করলে কেপ টাউনে খেলতে আপত্তি নেই,' কড়া বার্তা রোহিতের

Published : Jan 04, 2024, 08:32 PM ISTUpdated : Jan 04, 2024, 08:55 PM IST
South Africa vs India

সংক্ষিপ্ত

ভারতীয় উপমহাদেশের পরিকাঠামো নিয়ে বরাবরই কটাক্ষ করে শ্বেতাঙ্গ দেশগুলি। কেপ টাউন টেস্ট ম্যাচের পর এ বিষয়ে পাল্টা কটাক্ষ করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

দেড় দিনেই শেষ টেস্ট ম্যাচ! ভারতে বা ভারতীয় উপমহাদেশের অন্য কোনও দেশে এই ঘটনা দেখা গেলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমে ব্যঙ্গ, সমালোচনার ঝড় বয়ে যেত। প্রাক্তন ক্রিকেটাররাও সরব হতেন। কিন্তু কেপ টাউনের পিচ নিয়ে শ্বেতাঙ্গ দেশগুলির মুখে কুলুপ। এ নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর স্পষ্ট বার্তা, ‘যতক্ষণ সবাই ভারতের বিষয়ে মুখ বন্ধ রাখবে এবং ভারতের পিচ নিয়ে অভিযোগ করবে না, ততক্ষণ আমার এই ধরনের পিচে খেলতে আপত্তি নেই। আমরা নিজেদের চ্যালেঞ্জ জানানোর জন্যই এখানে এসেছিলাম। অন্য দলগুলি যখন ভারত সফরে আসে, তখন তাদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।’

ওডিআই বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে খারাপ রিপোর্ট!

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ যে পিচে হয়েছিল, সেই পিচকে খারাপ রেটিং দেওয়া হয়েছে। এ বিষয়ে রোহিত বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বিশ্বকাপ ফাইনালের পিচকে খারাপ বলা হয়েছে। একজন ব্যাটার শতরান পেয়েছে। তাহলে সেই পিচ কী করে খারাপ হয়?’

১০৭ ওভারেই শেষ টেস্ট ম্যাচ

কেপ টাউন টেস্ট ম্যাচে দেড় দিনে মাত্র ১০৭ ওভার খেলা হয়েছে। এর মধ্যেই ৭ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম সেশন থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের পেসাররা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন জসপ্রীত বুমরা। শুরু থেকেই পিচে ফাটল দেখা যায়। এর ফলে অসমান বাউন্স দেখা যায়। স্যুইং, সিম মুভমেন্টও দেখা যায়। দক্ষিণ আফ্রিকার পেসাররাও এই পিচের সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের তুলনায় ভালো পারফরম্যান্স দেখান ভারতের পেসাররা। এর ফলেই জয় পেল ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা

India Vs South Africa: ৫ দিনের টেস্ট শেষ পঞ্চম সেশনেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ বদলা ভারতের

Suryakumar Yadav: ফের আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের জন্য মনোনীত সূর্যকুমার

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা