ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট: ইডেনে বুমরার ৫ উইকেট, প্রথম দিন দাপট ভারতের

Published : Nov 14, 2025, 06:44 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

India vs South Africa: শুক্রবার ইডেন গার্ডেন্সে (India vs South Africa) শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম দিন ভারতের বোলারদের দাপট দেখা গেল। ইডেনের ঐতিহ্য বজায় রেখে প্রথম দিন উইকেট থেকে সাহায্য পেলেন পেসাররা।

DID YOU KNOW ?
ইডেনে বোলারদের দাপট
ইডেন গার্ডেন্সে সাধারণত টেস্ট ম্যাচের প্রথম দিন পেস বোলারদের দাপট দেখা যায়। শুক্রবার পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করলেন।

India vs South Africa First Test Match: টেস্টে বিশ্বসেরা হওয়ার ফলে কি ভারতের বোলারদের শক্তিকে খাটো করে দেখেছিল দক্ষিণ আফ্রিকা? শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলা দেখে তেমনই মনে হল। এদিন সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। তাঁর দল ১৫৯ রানে অলআউট হয়ে যায়। মাত্র ৫৫ ওভারের মধ্যেই প্রোটিয়াদের ইনিংস শেষ হয়ে যায়। বাভুমা নিজে করেন তিন রান। ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) সর্বাধিক ৩১ রান করেন। অপর ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) করেন ২৩ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে উইয়ান মালডার (Wiaan Mulder) করেন ২৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে টনি ডে জর্জি (Tony de Zorzi) করেন ২৪ রান। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১৫ রান করে অপরাজিত থাকেন। কাইল ভেরিনি (Kyle Verreynne) ১৬ রান করেন।

পেস-স্পিনের যৌথ আক্রমণে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই পেসার ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন। ভারতীয় দলের অপর পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২১ রান দিয়ে এক উইকেট নেন।

দ্বিতীয় দিন বড় স্কোরের লক্ষ্যে ভারত

ইডেন টেস্টের প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতীয় দলের স্কোর এক উইকেটে ৩৭। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১২ রান করে আউট হয়ে গিয়েছেন। ১৩ রান করে অপরাজিত কে এল রাহুল (KL Rahul)। ৬ রান করে অপরাজিত ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। দ্বিতীয় দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সেশনে যদি ভারতীয় দল ভালো ব্যাটিং করতে পারে, তাহলে প্রথম ইনিংসে প্রোটিয়াদের রান টপকে লিড নিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শুক্রবার ইডেন টেস্টের প্রথম দিন দাপট ভারতীয় দলের।
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন অসাধারণ বোলিং জসপ্রীত বুমরার।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম