ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ: গুয়াহাটি রওনা হওয়ার আগে ইডেনে অনুশীলনে ভারতীয় দল

Published : Nov 18, 2025, 12:04 PM ISTUpdated : Nov 18, 2025, 01:24 PM IST
India vs South Africa

সংক্ষিপ্ত

India vs South Africa: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় ম্যাচ জয়ের লক্ষ্যে ভারত।

DID YOU KNOW ?
গুয়াহাটিতে প্রথম টেস্ট
গুয়াহাটিতে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে টেস্ট ম্যাচ হয়নি। এবারই প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে।

Guwahati Test Match: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে কলকাতা (Kolkata) থেকে গুয়াহাটি রওনা হওয়ার আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অনুশীলন সেরে নিল ভারতীয় দল। মঙ্গলবার সকালে ইডেনে অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটাররা। ঘাড়ে চোট পাওয়ায় এখন মাঠের বাইরে অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি অনুশীলনে ছিলেন না। তবে অন্য ক্রিকেটাররা অনুশীলন সেরে নেন। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও সাপোর্ট স্টাফরা অনুশীলনে ছিলেন। উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel), অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) নেটে ব্যাটিং অনুশীলন সেরে নেন। আকাশ দীপ (Akash Deep), ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) মতো বোলাররা নেটে বোলিং করেন। তাঁদের সঙ্গে নেট বোলাররাও ছিলেন।

শনিবার শুরু গুয়াহাটি টেস্ট

গুয়াহাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ হতে চলেছে। শনিবার বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাচ জিততে না পারলে ভারতীয় দলকে দেশের মাটিতে সিরিজ খোয়াতে হবে। শুবমান দলের সঙ্গে গুয়াহাটিতে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অধিনায়ককে ছাড়াই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ইডেনে ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে। এই কারণে গুয়াহাটিতে যাওয়ার আগে ব্যাটিংয়ের উপর জোর দিলেন গম্ভীররা।

গুয়াহাটিতে খেলবেন সাই সুদর্শন?

মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনে সাই সুদর্শনের (Sai Sudharsan) দিকে আলাদা নজর ছিল। ইডেনে খেলার সুযোগ পাননি তিনি। তবে সেখানেই দ্বিতীয় টেস্টের আগে তিনি অনুশীলন করলেন। নেটে ফাস্ট বোলারদের একের পর বল সামাল দেন সুদর্শন। তাঁর টাইমিং ভালো ছিল। তিনি মন দিয়ে ব্যাটিং অনুশীলন করেন। গুয়াহাটি টেস্টে ভারতীয় দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী করে তোলার চেষ্টা করবে টিম ম্যানেজমেন্ট। এই কারণেই সুদর্শনের খেলার সম্ভাবনা বাড়ছে। তাঁকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২২ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড