India vs South Africa: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৩০ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের শুরু থেকেই পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের হারের পর বিতর্ক তুঙ্গে উঠেছে।
KNOW
India vs South Africa First Test: যে পিচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) রবিবার দ্বিতীয় ইনিংসে ১৩৬ বল খেলে ৫৫ রান করে অপরাজিত থাকলেন, ভারতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), অক্ষর প্যাটেল (Axar Patel), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) লড়াই করলেন, সেই পিচেই বাকিরা লড়াই করতে পারলেন না। ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) প্রথম ইনিংসে ৩ বল খেলার পরেই ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তাঁর পক্ষে আর মাঠে নামা সম্ভব হয়নি। অধিনায়ক দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে না পারায় ভারতীয় দলের নবম উইকেটের পতনের পরেই ম্যাচ শেষ হয়ে যায়। শুবমানের চোট অবশ্যই ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। কিন্তু দলের অন্য ব্যাটারদের যে দায়িত্ব পালন করা উচিত ছিল, তাঁরা তা করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। মিডল অর্ডারও দলকে ভরসা দিতে পারেনি।
১২৪ রান করতে ব্যর্থ ভারতীয় দল
রবিবার ইডেনে ভারতীয় দলের টার্গেট ছিল ১২৪। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ৩৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। এই ৯৩ রানের মধ্যে ৩১ রান করেন ওয়াশিংটন। অক্ষর করেন ২৬ রান। জাডেজা করেন ১৮ রান। ধ্রুব জুরেল (Dhruv Jurel) করেন ১৩ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। অপর ওপেনার কে এল রাহুল (KL Rahul) ৬ বল খেলে ১ রান করে আউট হয়ে যান। ঋষভ পন্থ (Rishabh Pant) ২ রান করে আউট হয়ে যান। লোয়ার অর্ডারের ব্যাটাররা কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।
স্পিন বোলিংয়ের সামলে কাত ভারতের ব্যাটাররা
দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার (Simon Harmer) ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। কেশব মহারাজও (Keshav Maharaj) ভালো বোলিং করেন। স্পিনারদের বোলিং সামাল দিতে পারলেন না ভারতের ব্যাটাররা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


