Eden Gardens Pitch Controversy: ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে দুই দলের কোনও ক্রিকেটার নন, আলোচনার কেন্দ্রে ইডেন গার্ডেন্সের পিচ। ম্যাচের তৃতীয় দিনও পিচ নিয়ে বিতর্ক চলছে।

DID YOU
KNOW
?
ইডেনে হার ভারতের
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গেল ভারতীয় দল।

Eden Gardens Pitch: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের (India vs South Africa) হারের পর অনেকেই পিচকে দায়ী করছেন। তবে সে কথা মানতে নারাজ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেছেন, ‘ভারতীয় শিবির এই পিচই চেয়েছিল। চার দিন ধরে পিচে জল না দিলে এমনই হয়। কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে (Sujan Mukherjee) দোষ দেওয়া যাবে না।’ শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমরা ভাবতে পারিনি পিচ এত তাড়াতাড়ি এরকম খারাপ হয়ে যাবে। আমি সত্যি বলছি। প্রথম দু'ঘণ্টা খেলা দেখার পর আমরা সবাই ভেবেছিলাম, এই উইকেট ভালো। কিন্তু খুব তাড়াতাড়ি পিচের অবনতি হয়। আমাদের কাছে যা অপ্রত্যাশিত।' এরপর রবিবার তৃতীয় দিনই ম্যাচ শেষ হয়ে গেল।

পিচকে দোষ দিতে নারাজ গৌতম গম্ভীর

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) হারের জন্য পিচকে দায়ী করতে নারাজ। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমরা এই পিচই চেয়েছিলাম। আমরা যে পিচ চেয়েছি সেই পিচই পেয়েছি। এখানকার কিউরেটর আমাদের অনেক সাহায্য করেছেন। আমার মনে হয় না এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। এই উইকেট মানসিক কাঠিন্যের পরীক্ষা নেয়। যারা ভালোভাবে রক্ষণাত্মক ব্যাটিং করতে পেরেছে, তারা রান করেছে।’

১৫ বছর পর ভারতে টেস্ট ম্যাচ জয় প্রোটিয়াদের

১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেল দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সে ৩০ রানে জয় পেল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। প্রোটিয়াদের হয়ে ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন সাইমন হার্মার (Simon Harmer)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।