ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ওডিআই সিরিজের দলে ফিরলেন রবীন্দ্র জাডেজা, অধিনায়ক কে এল রাহুল

Published : Nov 23, 2025, 06:21 PM IST
Marco Jansen-KL Rahul

সংক্ষিপ্ত

India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের পর হতে চলেছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। রবিবার ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। প্রত্যাশামতোই দলে নেই চোট পাওয়া শুবমান গিল (Shubman Gill)।

DID YOU KNOW ?
রোহিত-বিরাটের নেতা রাহুল
বিরাট কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বে খেলেছেন কে এল রাহুল। এবার তাঁর নেতৃত্বে খেলবেন রোহিত ও বিরাট।

India vs South Africa ODI Series: কে এল রাহুলের (KL Rahul) নেতৃত্বে খেলবে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের জন্য দল ঘোষণার পর এমনই জানা গেল। চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না শুবমান গিল (Shubman Gill)। তাঁর পরিবর্তেই অধিনায়ক নির্বাচিত হলেন রাহুল। এর আগেও ভারতের ওডিআই দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর নেতৃত্বে এক ডজন ওডিআই ম্যাচ খেলেছে ভারতীয় দল। ফের জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন রাহুল। তাঁর সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারছেন না ঋষভ। তাঁর বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন উঠেছে। দলের সবাইকে উদ্দীপ্ত করতেও ব্যর্থ হয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এই কারণেই তাঁর পরিবর্তে রাহুলকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল। কয়েকদিন আগে হঠাৎ শোনা যাচ্ছিল, শুবমানের পরিবর্তে রোহিতকে ফের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে। তবে সেই পথে হাঁটলেন না নির্বাচকরা।

রবীন্দ্র জাডেজার প্রত্যাবর্তন

গত মাসে অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজের দলে জায়গা পাননি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে তাঁকে রাখা হল। এই সিরিজে অক্ষর প্যাটেলকে (Axar Patel) বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলেই দলে এলেন জাডেজা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ভারতের ১৫ জনের দল- রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal), বিরাট কোহলি, তিলক ভার্মা (Tilak Varma), কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব (Kuldeep Yadav), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), হর্ষিত রানা (Harshit Rana), রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), আর্শদীপ সিং (Prasidh Krishna) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel)।

আগামী রবিবার শুরু সিরিজ

৩০ নভেম্বর রাঁচিতে (Ranchi) ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩ ডিসেম্বর রায়পুরে (Raipur) দ্বিতীয় ম্যাচ। ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে (Visakhapatnam) সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ১৫ জনের দল।
রবিবার বিসিসিআই-এর নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ, বক্সিং ডে টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Vijay Hazare Trophy 2025: আবারও রেকর্ড! মাত্র ৩৩ বলে ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, একের পর এক ছক্কার বৃষ্টি