শশাঙ্ক সিংয়ের জন্মদিনে দেখা, শ্রেয়াস আইয়ার সুস্থ হয়ে উঠছেন, জানালেন প্রীতি জিন্টা

Published : Nov 23, 2025, 05:08 PM ISTUpdated : Nov 23, 2025, 05:21 PM IST
Shreyas Iyer Preity Zinta

সংক্ষিপ্ত

Shreyas Iyer Injury: এবারের অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) চোট পান শ্রেয়াস আইয়ার। তাঁকে সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি হতে হয়। কয়েকদিন হাসপতালে থাকার পর দেশে ফিরে এসেছেন শ্রেয়াস।

DID YOU KNOW ?
শ্রেয়াস আইয়ারের চোট
অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হলেও, এখন দেশে ফিরে এসেছেন শ্রেয়াস আইয়ার। তিনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

Shreyas Iyer Recovery: আগামী মরসুমের আইপিএল-এর (IPL 2026) নিলামের আগে সুস্থ হয়ে উঠছেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এমনই জানালেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার প্রীতি জিন্টা (Preity Zinta)। সতীর্থ শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) জন্মদিনে এক অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রেয়াস। সেখানেই তাঁর সঙ্গে স্মৃতির দেখা হয়। তাঁরা কথা বলেন, একসঙ্গে ছবি তোলেন। নিজের 'এক্স' হ্যান্ডলে প্রীতি লিখেছেন, ‘কখনও কখনও একদম পরিকল্পনাহীন ও প্রস্তুতি ছাড়া কাটানো সন্ধেগুলোই সবচেয়ে ভালো হয়। শশাঙ্ককে ফের জন্মদিনের শুভেচ্ছা জানাই। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল। শ্রেয়াস সুস্থ হয়ে উঠছে এবং ফের প্রকাশ্য অনুষ্ঠানে এসেছে।’ অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় পাঁজরে চোট পান শ্রেয়াস। তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাঁকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয়। এই তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। 

কবে মাঠে ফিরতে পারবেন শ্রেয়াস?

৩০ নভেম্বর শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। এই সিরিজে শ্রেয়াসের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর দুই দল তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। রাঁচি (Ranchi), রায়পুর (Raipur) ও বিশাখাপত্তনমে (Visakhapatnam) হবে এই তিন ম্যাচ। বিসিসিআই (BCCI) সূত্রে জানা গিয়েছে, শ্রেয়াস এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তাঁর এখনও বেশ কিছুদিন লাগবে। নির্বাচকদের জানানো হয়েছে, চিকিৎসকদের মত অনুযায়ী, শ্রেয়াসের ম্যাচ ফিট হয়ে উঠতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

 

 

টি-২০ বিশ্বকাপে খেলবেন শ্রেয়াস?

আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলবে ভারতীয় দল। তার আগে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন শ্রেয়াস। তিনি ম্যাচ ফিট হয়ে উঠতে পারলে টি-২০ বিশ্বকাপে খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওডিআই ম্যাচে চোট পান শ্রেয়াস।
অস্ট্রেলিয়া সফরে সিডনিতে তৃতীয় ওডিআই ম্যাচে পাঁজরে চোট পান শ্রেয়াস আইয়ার। তাঁকে সিডনির হাসপাতালে ভর্তি করা হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি