India Vs South Africa: কঠিন পিচে সূর্যকুমার, রিঙ্কুর অর্ধশতরান, বৃষ্টিতে বন্ধ ম্যাচ

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। শুধু মারকাটারি ব্যাটিং করাই নয়, দলের প্রয়োজনের মুহূর্তে বড় ইনিংসও খেলছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। বৃষ্টিভেজা মাঠে মার্কো জ্যানসেন, লিজাড উইলিয়ামসদের সামাল দিতে প্রথমে সমস্যায় পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংয়ের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে লড়াই করার মতো স্কোর করল ভারতীয় দল। তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজাও লড়াই করেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম অর্ধশতরান করলেন রিঙ্কু। সূর্যকুমারও অর্ধশতরান করেন। ভারতীয় দল ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছে। ফের খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার পক্ষে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া কঠিন।

ভারতীয় দলের ভরসা রিঙ্কু

Latest Videos

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রিঙ্কু। এদিনও দারুণ ব্যাটিং করলেন তিনি। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার যশস্বী জয়সোয়ালের (০) উইকেট হারায় ভারতীয় দল। দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়ে যান অপর ওপেনার শুবমান গিল (০)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২০ বলে ২৯ রান করেন তিলক। ৩৬ বলে ৫৬ রান করেন সূর্যকুমার। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত রিঙ্কু। তিনি ৯টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। উইকেটকিপার জিতেশ শর্মা ১ রান করেই আউট হয়ে যান। জাদেজা করেন ১৯ রান। প্রথম বলেই আউট হয়ে যান আর্শদীপ সিং। ০ রানে অপরাজিত মহম্মদ সিরাজ।

জেরাল্ড কোটজির ভালো বোলিং

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন জ্যানসেন। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন উইলিয়ামস। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন তাবরেজ শামসি। ২৯ রান দিয়ে ১ উইকেট নেন অধিনায়ক এইডেন মার্করাম

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Nepal: নেপালের বিরুদ্ধে ৭ উইকেট, ইরফান পাঠানকে মনে করালেন ১৮ বছরের রাজ লিম্বানি

Indian Cricketers: ভুলেছেন ডায়েট, মশলাদার খাবার খেয়ে ভুড়ি হয়েছে রোহিত থেকে বিরাট সকলের, রইল AI ছবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today