দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং ভারতের, বড় স্কোরের লক্ষ্যে রোহিত-রাহুল

Published : Oct 30, 2022, 04:30 PM ISTUpdated : Oct 30, 2022, 04:55 PM IST
Rohit sharma

সংক্ষিপ্ত

পাকিস্তান ও নেদারল্যান্ডসে হারানোর পর এবার টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। সুপার ১২ গ্রুপ ২ থেকে সেমি ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টি-২০ বিশ্বকাপে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একটিই বদল করা হয়েছে। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলের বদলে দলে রাখা হয়েছে ব্যাটার দীপক হুডাকে। ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যেই এই বদল করা হয়েছে বলে জানা গিয়েছে। দু'টি ম্যাচে ব্যর্থ হলেও, ওপেনার কে এল রাহুলকে দলে রাখা হয়েছে। ঋষভ পন্থের এই ম্যাচেও ভারতীয় দলে জায়গা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও আর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকা দলে আছেন- কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রিলি রসুউ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি ও অ্যানরিক নর্তিয়ে।

টসে জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে ভাল বলেই মনে হচ্ছে। আমরা জানি এই পিচ থেকে কী আশা করতে পারি আর এই পিচ কেমন আচরণ করতে পারে। আমরা ওয়াকায় প্রস্তুতি শিবিরে ছিলাম। তার ফলে আমাদের দলের বোলার ও ব্যাটাররা বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের নিজেদের খেলা খেলতে হবে। মাথা ঠান্ডা রেখে নিজেদের খেলা খেলে যেতে হবে। যেভাবে এতদিন খেলে এসেছি, সেভাবেই খেলতে হবে। আমাদের দলে একটা বদল হয়েছে। অক্ষর এই ম্যাচ খেলছে না। ওর বদলে দলে এসেছে হুডা।”

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা টসে হারার পর বলেন, “এই ম্যাচ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় ম্যাচ। আমরা টুর্নামেন্টের শুরুটা ভালভাবে করতে পেরেছি। এবার শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে আমাদের দক্ষতা পরীক্ষা করার সুযোগ পাচ্ছি। আমরাও টসে জিততে পারলে প্রথমে ব্যাটিংই করতাম। যেহেতু এটা দিন-রাতের খেলা, তাই সন্ধের পর কৃত্রিম আলোয় ব্যাটিং করা একটু কঠিন। এখন আমাদের ভাল বোলিং করতে হবে আর ওদের কম রানে আটকে রাখতে হবে। আমাদের দেশের মাঠের পরিবেশ-পরিস্থিতি যেমন থাকে, এখানকার পরিবেশও সেরকমই। পিচ থেকে আমাদের পেসাররা সাহায্য পেতে পারে। আমাদের দলে একটা বদল হয়েছে। শামসি (তাবরাইজ) খেলছে না। ওর বদলে দলে এসেছে এনগিডি (লুঙ্গি)।”

আরও পড়ুন-

উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে