৯১ রানে আটকে গেল নেদারল্যান্ডস, টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের আশায় পাকিস্তান

অবশেষে টি-২০ বিশ্বকাপে প্রথম জয় পেতে চলেছে পাকিস্তান। কোনও অঘটন না ঘটলে নেদারল্যান্ডসকে হারিয়ে ৩ ম্যাচে ২ পয়েন্টে পৌঁছে যাবে বাবর আজমের দল।

প্রথমে ভারত, তারপর জিম্বাবোয়ে। পরপর ২ ম্যাচে শেষ ওভারে হারের ধাক্কায় টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে চলে গিয়েছিল বাংলাদেশ। রবিবার নেদারল্যান্ডসকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা। পাকিস্তান এখনও ব্যাটিং করতে নামেনি কিন্তু নেদারল্যান্ডসের ইনিংসের পরেই পাকিস্তানের জয়ের আশা উজ্জ্বল হয়েছে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ শক্তিশালী দলগুলির বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও, বোলাররা কিন্তু মোটেই খারাপ পারফরম্যান্স দেখাচ্ছেন না। সেই দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিজের দলকেই চাপে ফেলে দেন ডাচ অধিনায়ক। ২৬ রানের মধ্যেই তাঁর দল ৩ উইকেট খুইয়ে বসে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচ ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের বোলাররা দাপট দেখান। ফলে বড় রান করতে পারল না নেদারল্যান্ডস। তাদের স্কোর ১০০-তেও পৌঁছল না।

এদিন ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার স্টিফেন মাইবার্গ (৬)। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ব্যাস ডে লিডে (৬) আহত হয়ে মাঠের বাইরে চলে যান। ওপেনার ম্যাক্স ও'ডওড করেন ৮ রান। ৪ নম্বরে নামা টম কুপার (১) মাত্র ২ বল টিকে থাকেন। কলিন অ্যাকারম্যান (২৭) এই প্রতিযোগিতায় বেশ ভাল ফর্মে আছেন। এদিনও তিনি কিছুটা লড়াই করলেন। ডাচ ওপেনার এডওয়ার্ডসও (১৫) কিছুটা লড়াই করেন। বাকিরা কেউই সেভাবে লড়াই করতে পারেননি। রুলফ ভ্যান ডার মারউই করেন ৫ রান। টিম প্রিঙ্গলও করেন ৫ রান। প্রথম বলেই আউট হয়ে যান ফ্রেড ক্লাসেন (০)। ৬ রান করে অপরাজিত থাকেন লগ্যান ভ্যান বিক। ৭ রান করে রান আউট হয়ে যান পল ভ্যান মিকিরিন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রান করে নেদারল্যান্ডস। পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন শাদাব খান। ১৫ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। ১০ রান দিয়ে ১ উইকেট নেন হ্যারিস রউফ। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন শাহিন। ১১ রান দিয়ে ১ উইকেট নেন নাসিম শাহ।

Latest Videos

পাকিস্তান শিবিরের আশা, এই ম্যাচে অন্তত বাবর, মহম্মদ রিজওয়ানরা ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন এবং দলকে প্রথম জয় এনে দেবেন। এই ম্যাচ জিতলে সেমি ফাইনালে যাওয়ার ব্যাপারে কিছুটা আশায় থাকবে পাকিস্তান। 

আরও পড়ুন-

উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

টি-২০ বিশ্বকাপে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক কী?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury