টি-২০ বিশ্বকাপে প্রথম ২ ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এই হারের ফলে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক জটিল হয়ে গেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলকে জেতানোর দায়িত্ব ছিল বোলারদের। নিজের প্রথম ওভারেই কুইন্টন ডি কক (১) ও রাইলি রুসুকে (০) ফিরিয়ে শুরুটা দুর্দান্ত করেন আর্শদীপ সিং। স্লিপে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। রুসু এলবিডব্লু হয়ে যান। প্রথমে আউট দেননি আম্পায়ার। উইকেটকিপার দীনেশ কার্তিকের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রিভিউতে আউট দেন তৃতীয় আম্পায়ার। এরপর নিজের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে (১০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। ২৪ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপরেই ব্যাটিংয়ের হাল ধরেন এইডেন মার্করাম ও ডেভিড মিলার। মার্করাম যখন সেট হয়ে গিয়েছেন, তখন তাঁকে আউট করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ মিস করেন বিরাট কোহলি। দিনটা তাঁর ছিল না। ব্যাট হাতে ভাল পারফরম্যান্স হয়নি, ফিল্ডিংও ভাল করতে পারলেন না। পরের ওভারেই মার্করামকে রান আউট করার সহ সুযোগ হারান ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এরপর আর কোনও সুযোগ দেননি মার্করাম-মিলার। তাঁরা দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রোটিয়াদের রান ১০০ হওয়ার পর হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তিনি ৪১ বলে ৫২ রানের মূল্যবান ইনিংস খেলেন। এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে বাকি কাজটা শেষ করে দেন মিলার। তিনি লড়াকু অর্ধশতরান করলেন। ৫ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। মিলার ৫৯ রানে অপরাজিত থাকেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু স্কোরবোর্ডে ৪৯ রান যোগ হতে না হতেই একে একে ফিরে যান রোহিত (১৫), কে এল রাহুল (৯), বিরাট কোহলি (১২), দীপক হুডা (০) ও হার্দিক পান্ডিয়া (২)। দীনেশ কার্তিক (৬), অশ্বিন (৭), ভুবনেশ্বর কুমার (৪ অপরাজিত), শামি (০), আর্শদীপরাও (২ অপরাজিত) বড় রান করতে পারেননি। একা লড়াই করেন সূর্যকুমার যাদব (৬৮)। কিন্তু তাঁর লড়াই ভারতীয় দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। বাকিরা সাহায্য করতে না পারায় সূর্যকুমারের লড়াই বৃথা গেল।
এই হারের ফলে এখন টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-তে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল প্রোটিয়ারা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
আরও পড়ুন-
উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক কী?
টি-২০ থেকে অবসর নিন বিরাট, পরামর্শ শোয়েব আখতারের