টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে যাওয়ার পথে বাধা হতে পারে রান রেট, মানছেন অ্যারন ফিঞ্চ

Published : Oct 30, 2022, 05:13 PM ISTUpdated : Oct 30, 2022, 05:20 PM IST
Aaron Finch

সংক্ষিপ্ত

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কি এবার ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে পারবে? খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না খোদ অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শুরু। তারপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। ফলে এখন টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ১-এ গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। গ্রুপ শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ৩ ম্যাচে ৫ পয়েন্ট। ফলে গ্রুপের শীর্ষে থেকেই শেষ চারে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে গিয়েছে কেন উইলিয়ামসনের দল। ইংল্যান্ডের ৩ ম্যাচে ৩ পয়েন্ট থাকলেও, তারা রান রেটে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে। এমনকী, আয়ারল্যান্ডও রান রেটে অজিদের পিছনে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক যে মোটেই সহজ নয়, সেটা মেনে নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি জানিয়েছেন, শেষ চারে যাওয়ার ক্ষেত্রে রান রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অস্ট্রেলিয়ারা নেট রান রেট খুব একটা ভাল না থাকায় তারা সমস্যায় পড়তে পারে।

চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা বলতে গিয়ে অজি অধিনায়ক বলেছেন, “কোনও ম্যাচই হাল্কাভাবে নেওয়া যাবে না। আয়ারল্যান্ড কেন খেলছে, সেটা আমরা দেখেছি। তাই রান রেট বাড়ানোর দিকে নজর দিতেই হবে। রান রেট ভাল হলে তবেই আমরা সেমি ফাইনালে যেতে পারব। রান রেট ভাল না হলে আমাদের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না। আমাদের কাছে যদি শেষ চারে যাওয়ার সুযোগ আসে, তাহলে আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। তবে আমাদের সবার আগে ভাল খেলতে হবে, নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। সেটা করতে পারলেই আমরা সেমি ফাইনালে যেতে পারব। তবে আমরা চাই না দলের কেউ মাত্রাতিরিক্ত চেষ্টা করুক। সেটা করলে চলবে না। আমাদের স্বাভাবিক খেলাই খেলতে হবে না। বেশি কিছু করতে গেলে শেষে কিছুই হবে না।”

ফিঞ্চ আরও বলেছেন, “আমাদের গ্রুপে আর দুটো ম্যাচ বাকি। সেই ম্যাচ জেতার উপরেই এখন আমাদের জোর দিতে হবে। সেটা করতে পারলে আশা করি আমাদের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ আসবে। ব্রিসবেনে আশা করি আবহাওয়া ভাল থাকবে। নীল আকাশ ও উষ্ণ আবহাওয়া দেখে ভাল লাগছে। এখানকার ব্যবস্থাপনা খুব ভাল। এই মাঠের উইকেটে ব্যাটিং করা একটু কঠিন। তবে দলের সবাই চ্যালেঞ্জ নিতে তৈরি।”

আরও পড়ুন-

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং ভারতের, বড় স্কোরের লক্ষ্যে রোহিত-রাহুল

ফের ব্যর্থ বাবর, নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে প্রথম জয় পাকিস্তানের

উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে