ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের হাতে! কটকে বারাবটি স্টেডিয়ামে ধুন্ধুমার

Published : Dec 05, 2025, 04:23 PM ISTUpdated : Dec 05, 2025, 04:29 PM IST
Barabati Stadium

সংক্ষিপ্ত

Barabati Stadium, Cuttack: আগামী মঙ্গলবার কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হতে চলেছে। তার আগে শুক্রবার টিকিট নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।

DID YOU KNOW ?
ঘরের মাঠে চাপে ভারত
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। ওডিআই সিরিজ এখন ১-১।

India vs South Africa: ঠিক যেন কলকাতায় (Kolkata) ডুরান্ড কাপে (Durand Cup) ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal FC vs Mohun Bagan Super Giant) ম্যাচের আগের দৃশ্য। রাত জেগে টিকিটের লাইনে কয়েক হাজার দর্শক। কাউন্টার খুলতেই ধাক্কাধাক্কি, মারপিট, চিৎকার, পুলিশের লাঠিচার্জ-সবই দেখা গেল। ঘটনাস্থল ওড়িশার (Odisha) কটক (Cuttack) শহরের বারাবটি স্টেডিয়াম (Barabati Stadium)। মঙ্গলবার এখানেই ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ওড়িশা ক্রিকেট সংস্থা (Odisha Cricket Association) সাধারণ দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিটের ব্যবস্থা করেছে। এই কারণে টিকিটের চাহিদা তুঙ্গে। ঠান্ডা উপেক্ষা করেই বারাবটি স্টেডিয়ামের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ। সবাই মঙ্গলবারের ম্যাচ দেখতে চান। কিন্তু সবার পক্ষে টিকিট পাওয়া সম্ভব নয়। সবাই একে অপরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে টিকিটের লাইনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। এর ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

সমালোচনার মুখে ওড়িশা ক্রিকেট সংস্থা

সাধারণ দর্শকদের অভিযোগ, ওড়িশা ক্রিকেট সংস্থা বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের জন্য বরাদ্দ করেছে। তাছাড়া কোনও অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। সব দর্শককেই বারাবটি স্টেডিয়ামে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। এই কারণেই সমস্যা তৈরি হয়েছে।

 

 

তীব্র ক্ষোভপ্রকাশ ক্রিকেটপ্রেমীদের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বারাবটি স্টেডিয়ামের বাইরে টিকিটের জন্য জড়ো হওয়া দর্শকদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। দর্শকরা একে অপরকে ধাক্কা মারছেন, টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই ভিডিও দেখে অনেকেই তীব্র ক্ষোভপ্রকাশ করছেন। অনেকেই অভিযোগ করছেন, বারাবটি স্টেডিয়ামের দর্শকাসনের বেশিরভাগ অংশই ওড়িশা ক্রিকেট সংস্থার সদস্য ও ভিআইপি-দের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য খুব অল্প জায়গাই বরাদ্দ করা হয়েছে। এই কারণেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বারাবটি স্টেডিয়ামের গ্যালারিতে ৪১ হাজারেরও বেশি দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। কিন্তু বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের জন্য রাখা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪১০০০
কটকের বারাবরটি স্টেডিয়ামে দর্শকাসন ৪১০০০।
কটকের বারাবটি স্টেডিয়ামের গ্যালারিতে ৪১০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের