India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। বুধবারই ওডিআই সিরিজে ভারতীয় দলের জয় নিশ্চিত হয়ে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু হতাশ করলেন বোলাররা। ফলে ওডিআই সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

DID YOU
KNOW
?
ওডিআই ম্যাচে সর্বাধিক রান
বুধবার ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই ম্যাচে ২ দল মিলিয়ে সবচেয়ে বেশি রান হল।

India vs South Africa ODI Series: রাঁচিতে (Ranchi) ৩৪৯ রান করার পর কোনওরকমে শেষ ওভারে জয় এসেছিল। কিন্তু রায়পুরে (Raipur) ৩৫৮ রান করেও জয় পেল না ভারতীয় দল। ৪ উইকেটে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। বোলারদের ব্যর্থতার জন্যই এই ম্যাচে হেরে গেল ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), কুলদীপ যাদব (Kuldeep Yadav), হর্ষিত রানা (Harshit Rana) প্রচুর রান দিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করলেন ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram)। অর্ধশতরান করলেন ম্যাথিউ ব্রিৎজকে (Matthew Breetzke) ও ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ফলে বিরাট কোহলি (Virat Kohli) ও রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) শতরান এবং কে এল রাহুলের (KL Rahul) অর্ধশতরান কাজে লাগল না। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। যে দল সেই ম্যাচ জিতবে তারাই সিরিজ জিতবে।

বোলারদের ব্যর্থতায় হার

বুধবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে (Shaheed Veer Narayan Singh International Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে। বিরাট ৯৩ বলে ১০২ রান করেন। রুতুরাজ ৮৩ বলে ১০৫ রান করেন। রাহুল ৪৩ বল খেলে ৬৬ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান তুলে ম্যাচ জিতে নিল। মার্করাম ৯৮ বলে ১১০ রান করেন। তিনি ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। বাভুমা করেন ৪৬ রান। ব্রিৎজকে করেন ৬৪ বলে ৬৮ রান। ব্রেভিস ৩৪ বলে ৫৪ রান করেন। করবিন বশ (Corbin Bosch) ১৫ বল খেলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ভারতের বোলাররা হতাশ করলেন। কৃষ্ণ ৮.২ ওভার বোলিং করে ৮৫ রান দিয়ে ২ উইকেট নিলেন। কুলদীপ ১০ ওভার বোলিং করে ৭৮ রান দিয়ে ১ উইকেট নিলেন। হর্ষিত ১০ ওভার বোলিং করে ৭০ রান দিয়ে ১ উইকেট নিলেন।

ভালো বোলিং আর্শদীপ-জাডেজার

ভারতের বোলারদের ব্যর্থতার মধ্যেই ভালো পারফরম্যান্স দেখালেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আর্শদীপ ১০ ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে ২ উইকেট নিলেন। জাডেজা ৭ ওভার বোলিং করে ৪১ রান দিলেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ৪ ওভার বোলিং করে ২৮ রান দিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।