India vs South Africa: রাঁচিতে (Ranchi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৩৪৯ রান করেছিল ভারতীয় দল। রায়পুরে (Raipur) দ্বিতীয় ওডিআই ম্যাচে ৩৫০ রান পেরিয়ে গেলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।

DID YOU
KNOW
?
পরপর শতরান বিরাটের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে পরপর শতরান করে চলেছেন বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান থেকে খুব দূরে নেই।

India vs South Africa Second ODI: রাঁচির (Ranchi) পর রায়পুর (Raipur)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ওডিআই ম্যাচে বিশাল স্কোর করল ভারতীয় দল। প্রথম ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছিল ভারত। বুধবার রায়পুরে দ্বিতীয় ম্যাচে স্কোর ৫ উইকেটে ৩৫৮। পরপর দুই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই তারকা ওডিআই ফর্ম্যাটে ৫৩-তম শতরান করলেন। এদিন ৯৩ বল খেলে ১০২ রান করেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। বিরাটের সঙ্গে শতরান করলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি ৮৩ বল খেলে ১০৫ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুলও (KL Rahul) ভালো ব্যাটিং করলেন। তিনি ৪৩ বল খেলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ২৪ রান করে অপরাজিত থাকেন। যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ২২ রান করেন। রোহিত শর্মা (Rohit Sharma) করেন ১৪ রান।

করবিন বশের দুরবস্থা

রাঁচিতে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন করবিন বশ (Corbin Bosch)। তবে রায়পুরে তিনি বল হাতে সাফল্য পেলেন না। ৮ ওভার বোলিং করে তিনি ৭৯ রান দিলেন। কেশব মহারাজ ১০ ওভার বোলিং করে ৭০ রান দিলেন। মার্কো জ্যানসেন (Marco Jansen) ১০ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে জোড়া উইকেট নিলেন। লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) তুলনায় ভালো বোলিং করলেন। ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৫১ রান দিয়ে ১ উইকেট নিলেন এই পেসার। নান্দ্রে বার্গার (Nandre Burger) ৬.১ ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিলেন। এইডেন মার্করাম (Aiden Markram) ৫.৫ ওভার বোলিং করে ৪৮ রান দেন।

১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের পথে ভারত

শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। তার আগে বুধবারই সিরিজ দখল করার পথে বিরাটরা। বোলাররা যদি খুব খারাপ পারফরম্যান্স না দেখান, তাহলে রায়পুুরেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।