ফাইনালে দুবের বদলে আসতে পারেন যশস্বী, কোহলি নামবেন তিনে? একনজরে ভারতের সম্ভাব্য একাদশ

অপ্রতিরোধ্য ভারত (India)। সব ম্যাচ জিতেই টি-২০ বিশ্বকাপের (T-20 Cricket World Cup) ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া (Team India)। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

অপ্রতিরোধ্য ভারত (India)। সব ম্যাচ জিতেই টি-২০ বিশ্বকাপের (T-20 Cricket World Cup) ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া (Team India)। কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

ফের একেবার বিশ্বজয়ের হাতছানি। শনিবার, টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে (T-20 Cricket World Cup Final) বার্বাডোজে (Barbados) মুখোমুখি হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮টায়। চলতি বিশ্বকাপে গ্রুপ এবং সুপার এইটের সব ম্যাচে জিতেছেন রোহিতরা (Rohit Sharma)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও (South Africa) কিন্তু এবারের বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি।

Latest Videos

কিন্তু শনিবারের ম্যাচে কি উইনিং কম্বিনেশন ভাঙবেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)? দলে কি তাহলে কোনও পরিবর্তন আসতে চলেছে? কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ? সেই নিয়েই চলছে জল্পনা।

চলুন দেখে নেওয়া যাক, ফাইনালে কারা কারা সুযোগ পেতে পারেন ভারতের প্রথম একাদশে।

রোহিত শর্মা (অধিনায়ক): ওপেনার হিসেবে রোহিত শর্মাকে নিয়ে কোনও প্রশ্নই নেই। শুরুতে নেমেই আগ্রাসী ইনিংস খেলছেন গোটা বিশ্বকাপে। কোনও বোলারকেই তোয়াক্কা করছেন না। ফাইনালেও তাই রোহিতের থেকে এমনই ইনিংস চাইছেন ক্রিকেটভক্তরা।

যশস্বী জয়সওয়াল: ফাইনাল হলেও দলে এই পরিবর্তনটি আনা উচিৎ বলেই মনে করছেন অনেকে। কিন্তু এটাও ঠিক যে, প্রথম ম্যাচই ফাইনাল হলে যেকোনও ক্রিকেটারই চাপে পড়ে যেতে বাধ্য। কিন্তু যশস্বীর (Yashasvi Jaiswal) সেই অভিজ্ঞতা রয়েছে। দলের সঙ্গে অনেকদিন ধরে আছেন। ফলে, ফাইনালে রোহিতের সঙ্গে তাঁকেই ওপেন করতে পাঠানো হতে পারে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে।

বিরাট কোহলি: ওপেনিংয়ে সেইভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। সাত ম্যাচে মাত্র ৭৫ রান করেছেন তিনি। তাই ফাইনালে তাঁকে পুরনো জায়গায় ফিরিয়ে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। ফাইনালে কোহলি (Virat Kohli) নামতে পারেন ৩ নম্বরে।

সূর্যকুমার যাদব: সেমিফাইনালে রোহিতের সঙ্গে সূর্যকুমারের জুটি বেশ প্রশংসা পেয়েছে। সবথেকে বড় বিষয়, মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিয়ে খেলছেন তিনি। গত ম্যাচে তাঁর ৪৭ রান দলের জন্য যথেষ্ট মূল্যবান হয়ে দাঁড়ায়। স্বভাবতই, বিশ্বকাপ ফাইনালেও সেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ওপর থাকবে বাড়তি দায়িত্ব।

ঋষভ পন্থ: দলের প্রয়োজনে যে পজিশনেই নামুন না কেন, ভালো খেলছেন তিনি। তবে ফাইনালে তাঁকে পাঁচে নামতে হতে পারে। সেক্ষেত্রে পন্থের (Rishabh Pant) ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু খুবই ভাইটাল জায়গা ওটি, তাই দলের প্রয়োজনে বুঝেশুনে ইনিংস খেলতে হতে পারে।

হার্দিক পান্ডিয়াঃ ব্যাট হাতে তাঁর অবদান প্রায় প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে। মাঝের দিকে নেমে দায়িত্বশীল ইনিংস খেলছেন হার্দিক (Hardik Pandya)। শনিবার, তাঁকে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল।

রবীন্দ্র জাদেজা: যেকোনও ফরম্যাটেই ভারতের ভালো বিকল্প হতে পারেন তিনি। তবে চলতি টি-২০ বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি জাদেজার (Ravindra Jadeja)। কিন্তু ফাইনালের আগে ব্যাটিং এবং বোলিং বিভাগে তাঁর কাছ থেকে দায়িত্বশীল অবদানই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

অক্ষর পটেল: এইমুহূর্তে দাঁড়িয়ে লোয়ার অর্ডারে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্প। চলতি প্রতিযোগিতায় শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। চালিয়ে খেলে অন্তত ১০-১৫ রান করে দিতে পারেন অক্ষর (Axar Patel)। সেই রানই পার্থক্য গড়ে দিয়েছে অনেক ম্যাচে। বল হাতেও ওয়েস্ট ইন্ডিজ়ের পিচে বাড়তি সুবিধা পাচ্ছেন তিনি।

যশপ্রীত বুমরা: চোট সারিয়ে ফিরে আসার পর যেন বুমরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। একের পর এক ম্যাচে টানা ভালো বল করে চলেছেন তিনি। ডেথ ওভার এবং বিপক্ষের জুটি ভাঙার ক্ষেত্রে, বুমরার (Jasprit Bumrah) অবদান একেবারে অনস্বীকার্য।

কুলদীপ যাদব: সেমিফাইনালে তো তিনি একার হাতেই ধ্বংস করলেন ইংল্যান্ডের মিডল অর্ডারকে। তাঁর ‘চায়নাম্যান’ বোলিং ভারতকে অনেক সাহায্য করছে। বার্বাডোজ়ের পিচেও কুলদীপের (Kuldeep Yadav) ভালো বোলিং দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আর্শদীপ সিং: চলতি প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দুই নম্বরে রয়েছেন তিনি। ফাইনালে তিনটি উইকেট পেলেই সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন আর্শদীপ (Arshdeep Singh)।

আরও পড়ুনঃ

T-20 World Cup: ফাইনালে কোথায় এগিয়ে টিম ইন্ডিয়া? দীর্ঘ ১৭ বছর পর বিশ্বজয়ের হাতছানি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia