শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তবে শুধু প্রোটিয়াদের বিরুদ্ধেই নয়, আরও একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে পরোক্ষ লড়াই ভারতের।
বল-বিকৃতির অভিযোগ ধোপে টেকেনি। এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে নতুন অভিযোগের ঝুলি নিয়ে আসরে নেমে পড়লেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সুরেই আইসিসি-র বিরুদ্ধে ভারতকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করলেন ইনজামাম। যদিও ভারতীয় দল কীভাবে সুবিধা পাচ্ছে সেটা স্পষ্ট নয়। গায়ানা থেকে বার্বাডোজে পৌঁছে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে হচ্ছে ভারতীয় দল। সেমি-ফাইনালের পর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যেই ফাইনাল খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ক্লান্তি কাটাতে ফাইনালের আগে অনুশীলন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারত-বিরোধিতাই যাদের প্রচারে থাকার একমাত্র উপায়, তাদের তো ভারত-বিরোধিতা চালিয়ে যেতেই হবে। এই কারণেই ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন ইনজামাম।
নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ভারতকে আক্রমণ?
এবারের টি-২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিরুদ্ধে গোহারা হেরে গিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে পাকিস্তানের হারই নিয়ম। এবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। গ্রুপ থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। অন্যদিকে, অপরাজিত থেকে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। রোহিতদের এই সাফল্যে হিংসায় জ্বলছে পাকিস্তান। এই কারণেই ইনজামাম দাবি করছেন, 'দু'টি সেমি-ফাইনালের মধ্যে শুধু ভারত-ইংল্যান্ড ম্যাচেই রিজার্ভ ডে নেই। এর কারণ হল, ভারত সব ম্যাচ জিতেছে। সেমি-ফাইনাল ভেস্তে গেলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ভারত। সব ম্যাচেই আলাদা নিয়ম দেখা যাচ্ছে।' ইনজামামের এই অভিযোগ শুনে অনেকেই হাসছেন। তাঁরা বলছেন, ভারত সব ম্যাচ জিতে কি অপরাধ করে ফেলেছে?
ভারতের হারের আশায় পাকিস্তান
শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সমর্থনে গলা ফাটাতে তৈরি পাকিস্তান। ভারতের হারের আশায় ইনজামামরা। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, ধারাবাহিকতা বজায় রেখে জয় পাবে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
T20 World Cup Final: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনাল? না খেলেই চ্যাম্পিয়ন হবে ভারত?
পাকিস্তানের হলটা কি? সেমিফাইনালে ভারতের জয়ে শ্যাম্পেন খুলে উৎসব! বিশ্বাস না হলে দেখুন ভিডিও