India Vs South Africa: সরকারিভাবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ, পরিবর্ত অভিমন্যু

Published : Dec 23, 2023, 04:09 PM ISTUpdated : Dec 23, 2023, 04:24 PM IST
Abhimanyu Easwaran

সংক্ষিপ্ত

মঙ্গলবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হচ্ছে।

এশিয়ানেট নিউজ বাংলা শুক্রবারই জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। আঙুল ভেঙে যাওয়ায় টেস্ট সিরিজে খেলতে পারবেন না ভারতীয় দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর পরিবর্ত হিসেবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছেন অভিমন্যু। শনিবার সরকারিভাবে এই খবর জানাল বিসিসিআই। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়। নির্বাচক কমিটি ভারতীয় এ দলে রজত পতিদার, সরফরাজ খান, আবেশ খান ও রিঙ্কু সিংকে রেখেছে। কুলদীপ যাদবকে ভারতীয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

চোট পেয়ে দেশে ফিরছেন রুতুরাজ

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রুতুরাজ। সেই চোটের জন্যই তাঁর পক্ষে টেস্ট সিরিজে খেলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দেশে ফিরে আসছেন রুতুরাজ। তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাচ্ছেন। সেখানেই এই ব্যাটারের চিকিৎসা চলবে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রুতুরাজ গায়কোয়াড়ের আঙুলে স্ক্যান করানো হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে ও। এরপর বিসিসিআই মেডিক্যাল টিম জানিয়েছে, ও এই সফরে আর খেলতে পারবে না। ও চোট সারানোর জন্য এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে। পুরুষ দল নির্বাচক কমিটি রুতুরাজের পরিবর্ত হিসেবে অভিমন্যু ঈশ্বরণের নাম ঘোষণা করেছে।’

ঘরোয়া ক্রিকেটে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি

এক দশক ধরে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন অভিমন্যু। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন এই ব্যাটার। তবে এর আগে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন এই ব্যাটার। সেঞ্চুরিয়নে খেলার সুযোগ পেতে পারেন তিনি। খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাকা করাই অভিমন্যুর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: 'টেস্ট ক্রিকেটই সেরা,' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে মন্তব্য বিরাটের

Suryakumar Yadav: গোড়ালির চোট, ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার যাদব

PREV
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেও বিশ্রাম নয়! মুম্বইয়ের হয়ে টি-২০ খেলতে নামছেন জয়সওয়াল
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান