Virat Kohli: 'টেস্ট ক্রিকেটই সেরা,' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে মন্তব্য বিরাটের

সংক্ষিপ্ত

মঙ্গলবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত ভালো। টি-২০ সিরিজ ড্র করার পর ওডিআই সিরিজ জিতেছে ভারত।

ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই সমান সফল। তবে টেস্ট ক্রিকেটকেই এগিয়ে রাখছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের তারকা ব্যাটার বলেছেন, ‘আমার কাছে টেস্ট ক্রিকেটই খেলার ভিত্তি। টেস্ট ক্রিকেটের ইতিহাস, সংস্কৃতি আছে। চার দিন, পাঁচ দিন বা যতদিন টেস্ট ম্যাচ চলে, তারপর যা ফল হয় সেটা একেবারে অন্যরকম। এই অনুভূতি আলাদা। এর সঙ্গে অন্য কোনও অভিজ্ঞতার তুলনা চলে না। ব্যক্তিগতভাবে হোক বা দলগতভাবে, দলের জন্য লম্বা ইনিংস খেলার তৃপ্তি আছে। আমার কাছে টেস্ট ম্যাচই সেরা। দলকে টেস্ট ম্যাচ জেতাতে পারলে বিশেষ অনুভূতি হয়। আমি চিরাচরিত প্রথায় বিশ্বাস করি। সেই কারণেই আমার কাছে সাদা পোশাকে টেস্ট ক্রিকেট খেলাই সবকিছু। আমি এভাবেই বড় হয়ে উঠেছি। আমি দেশের হয়ে ১০০টির বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছি বলে সম্মানিত বোধ করি। আমি টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে পেরেছি।’

বিরাটের সঙ্গে একমত রোহিত শর্মা

Latest Videos

টেস্ট ক্রিকেটের বিষয়ে বিরাটের সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনিও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘টেস্ট ক্রিকেট অবশ্যই বিশেষ ফর্ম্যাট। একজন ক্রীড়াবিদ হিসেবে সবাই প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চায়। টেস্ট ক্রিকেট জিততে হলে পাঁচ দিনই সেরা অবস্থায় থাকতে হয়। ফলে টেস্ট ক্রিকেট আমার কাছে সত্যিকারের পরীক্ষা। একজন ব্যক্তি, একজন ক্রিকেটার, একজন ক্রীড়াবিদ হিসেবে সত্যিকারের পরীক্ষা দিতে হয়।’

 

 

দক্ষিণ আফ্রিকায় ২ ম্যাচের টেস্ট সিরিজ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম টেস্ট ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ কেপ টাউনে। ওডিআই বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামতে চলেছেন বিরাট, রোহিত, জসপ্রীত বুমরা। বিশ্রামের পর তরতাজা হয়ে তাঁরা মাঠে নামছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suryakumar Yadav: গোড়ালির চোট, ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার যাদব

India Vs South Africa: রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত বাংলার অভিমন্যু ঈশ্বরণ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের