India Vs South Africa: ওডিআই-তে সঞ্জু স্যামসনের প্রথম শতরান, সিরিজ জয়ের লড়াইয়ে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ড্র করার পর এবার ওডিআই সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল। বৃহস্পতিবারের ম্যাচ জিতলেই ওডিআই সিরিজ দখল করবেন কে এল রাহুলরা।

পার্লের বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত শতরান করলেন সঞ্জু স্যামসন। এটাই ওডিআই ম্যাচে কেরালার উইকেটকিপার-ব্যাটারের প্রথম শতরান। বৃহস্পতিবার ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১১৪ বলে ১০৮ রান করেন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অর্ধশতরান করেন তিলক ভার্মা। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৭৭ বলে ৫২ রান করেন তিনি। এই ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ওডিআই ম্যাচে অভিষেকে ২২ রান করেন ওপেনার রজত পতিদার। অধিনায়ক কে এল রাহুল করেন ২১ রান। গত ২ ম্যাচে অর্ধশতরান করা ওপেনার সাই সুদর্শন অবশ্য এদিন বড় রান পাননি। তিনি ১০ রান করেই আউট হয়ে যান। ওয়াশিংটন সুন্দর করেন ১৪ রান। রিঙ্কু সিং করেন ৩৮ রান। তাঁর ২৭ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ১ রান করেই আউট হয়ে যান অক্ষর প্যাটেল। আর্শদীপ সিং ৭ রান করে অপরাজিত থাকেন। আবেশ খান ১ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দল ৮ উইকেটে ২৯৬ রান করল। 

টসে জিতেও বিপাকে দক্ষিণ আফ্রিকা

Latest Videos

পার্লের রেকর্ড বলছে, এই মাঠে ওডিআই ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। এই মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৫০ রান করতে পারলেই জয়ের সম্ভাবনা থাকে। সেখানে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তিনি ভারতীয় দলকে অল্প রানে বেঁধে রাখার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কিন্তু তাঁর পরিকল্পনা সফল হল না।

কেশব মহারাজের সাফল্য

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন কেশব মহারাজ। ১০ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন এই স্পিনার। ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন বিউরান হেনড্রিকস। ৯ ওভারে ৬৪ রান দিয়ে ২ উইকেট নেন নান্দ্রে বার্গার। ১০ ওভার বোলিং করে ৭১ রান দিয়ে ১ উইকেট নেন লিজাড উইলিয়ামস। ৭ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন উইয়ান মালডার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Usman Khawaja: পারথ টেস্টে কালো আর্মব্যান্ড পরে বিপাকে উসমান খাজা, শাস্তি দিতে পারে আইসিসি

Indian Cricket Team: ওডিআই ম্যাচে অভিষেকেই শতরান করা একমাত্র ভারতীয় ব্যাটার কে?

Mohammad Shami: নতুন বছরের শুরুতেই অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury