সংক্ষিপ্ত
ক্রিকেট মাঠে রাজনীতি, ধর্ম সংক্রান্ত কোনও বার্তা দেওয়ার ব্যাপারে আইসিসি-র নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশিকা লঙ্ঘন করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা।
পারথ টেস্ট ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলার জেরে আইসিসি-র রোষের মুখে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। তাঁকে কড়া শাস্তি দিতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এক বিবৃতিতে খাজার আচরণের কড়া সমালোচনা করেছে আইসিসি। কালো আর্মব্যান্ড পরার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি-র অনুমতি নেননি খাজা। সেই কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে। আইসিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, ‘পোশাক ও সরঞ্জাম সংক্রান্ত নিয়মের এফ ধারা লঙ্ঘন করেছেন উসমান খাজা। সেই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খেলোয়াড়দের জন্য আইসিসি-র নিয়ম স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু সেই নিয়ম জানা সত্ত্বেও তা লঙ্ঘন করেছেন তিনি। এই কারণে তিনি শাস্তির মুখে পড়তে পারেন।’
খাজার আচরণে ক্ষুব্ধ আইসিসি
আইসিসি-র পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেন উসমান। এর জন্য তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি-র কাছ থেকে আগাম অনুমতি নেননি। ব্যক্তিগত বার্তা দিতে হলে আগাম অনুমতি নিতে হয়। সেটা করেননি উসমান। তিনি আইসিসি-র নিয়ম লঙ্ঘন করেছেন। প্রথমবার নিয়ম লঙ্ঘন করায় ভর্ৎসনা করেই ছাড় দেওয়া হতে পারে।'
আইসিসি-র বিরুদ্ধে বিদ্রোহী খাজা
পারথ টেস্টে বিশেষ বুট পরে খেলতে চেয়েছিলেন খাজা। তাঁর বুটে লেখা ছিল, 'স্বাধীনতা মানবাধিকার' ও 'সব জীবনই সমান'। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে নেটে অনুশীলন করার সময় এই বুট পরেছিলেন খাজা। কিন্তু পারথ টেস্ট ম্যাচের আগে আইসিসি জানিয়ে দেয়, এই বুট পরে খেলতে পারবেন না খাজা। সেই কারণেই কালো আর্মব্যান্ড পরে খেলেন এই ক্রিকেটার। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, আইসিসি-র নিয়মের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়ে দিল, নিয়ম শিথিল করা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Indian Cricket Team: ওডিআই ম্যাচে অভিষেকেই শতরান করা একমাত্র ভারতীয় ব্যাটার কে?
IPL 2024 Auction: মেয়ের জন্মদিনেই আইপিএল নিলামে বিপুল অর্থপ্রাপ্তি, উচ্ছ্বসিত ড্যারিল মিচেল
Mohammad Shami: নতুন বছরের শুরুতেই অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি